কলকাতা: জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উপর ইজরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা জারিতে নিরাপত্তা পরিষদ তাঁর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সম্পর্ক না রাখা কোনওভাবেই ইতিবাচক ফলাফল হবে না।
ইজরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দায় ব্যর্থতার অভিযোগে বুধবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে অবাঞ্চিত ঘোষণা করে ইজরায়েল। সেইসঙ্গে তাঁর উপর ইজরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞাও জারি করা হয়।
ইজরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাৎজ এক বিবৃতিতে জানান, যিনি দ্ব্যর্থহীনভাবে ইজরায়েলের উপর ইরানের জঘন্য হামলার নিন্দা করতে পারেন না, তিনি ইজরায়েলের মাটিতে পা রাখার যোগ্য নন।
এদিকে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জাবালিয়ার শরণার্থী শিবিরে ইজরায়েলি হামলায় মহিলা ও শিশুসহ অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। শনিবার ওই দেশের এক সংবাদ সংস্থার তরফে জানা গিয়েছে, শুক্রবার রাতে জাবালিয়ার একটি বহুতল অ্যাপার্টম্যান্ট ব্লকে ইজরায়েলি বাহিনী বোমা হামলা চালায়। এর জেরে অন্তত ২২ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও ৩০ জন। তাছাড়া ১৪ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। তারা ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন বলে অনুমান করা হচ্ছে।