Placeholder canvas
Homeআন্তর্জাতিকসাবানেই সারবে ত্বকের ক্যানসার

সাবানেই সারবে ত্বকের ক্যানসার

বিশ্বের প্রায় সব দেশেই এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে

Follow Us :

আমেরিকা: আমেরিকার (America) তরুণ বিজ্ঞানী হেমান বেকেলে (Heman Bekele), বয়স মাত্র ১৪ বছর। একটি সাবান (Soap) আবিষ্কার করে সাড়া ফেলে দিয়েছেন তিনি। কারণ এই সাবানই ত্বকের ক্যানসারের (Skin Cancer) বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে। যুগান্তকারী সাবান আবিষ্কার করে থ্রি এম এবং ডিসকভারি এডুকেশন থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছে নবম শ্রেণির ছাত্র হেমান। যা দেশের শীর্ষ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান প্রতিযোগিতাগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়।

হেমান গত চার মাস কাটিয়েছেন “আমেরিকার টপ ইয়াং সায়েন্টিস্ট” নামে অন্য নয়জন ফাইনালিস্টের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিযোগিতাটি পঞ্চম এবং অষ্টম শ্রেণির ছাত্রদের তাদের বিশ্বকে পরিবর্তন করতে একটি উদ্ভাবনী ধারণা তৈরি করতে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছিল। পুরষ্কার জয়ী তরুণ বিজ্ঞানীরা ২৫ হাজার ডলার নগদ পুরস্কার পাবেন । হেমান পুরস্কার জেতার পর বলেন, আমি বিশ্বাস করি যে তরুণরাও বিশ্বে একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আমি সর্বদা জীববিজ্ঞান এবং প্রযুক্তিতে আগ্রহী এবং এই চ্যালেঞ্জ আমাকে আমার ধারণাগুলি প্রদর্শনের জন্য নিখুঁত প্ল্যাটফর্ম দিয়েছে। হেমাল আরও জানান, তিনি চেয়েছিলেন যে তার পণ্যটি যতটা সম্ভব মানুষের জীবনে “ধ্রুবক” হয়ে উঠুক। আর সে কারণেই এটি সবচেয়ে সুবিধাজনক এবং সবচেয়ে বিশ্বস্ত হওয়া দরকার।

আরও পড়ুন: কোভিড বংশের নতুন ভাইরাসের সন্ধান চীনে, আতঙ্ক

থ্রি এম নামে সংস্থায় ওই কিশোরের মেন্টর হিসেবে ছিলেন ড. মাফুজা আলি। তিনি হেমানের আবিষ্কারকে এগিয়ে নিয়ে যেতে বেশ কিছুটা সাহায্য করেছেন। বিশ্বের প্রায় সব দেশে এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে, আর মুক্তির উপায় খুঁজতে বিভিন্ন প্রান্তে বসে প্রতিনিয়ত গবেষণা চালিয়ে যাচ্ছেন বহু বিজ্ঞানী। তাই হেমানের আবিষ্কার শুধুমাত্র স্বীকৃতি পেয়েছে তাই নয়, আমেরিকার শীর্ষ স্থানে থাকা তরুণ বিজ্ঞানীদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছে হেম্যান।

দেখুন আরও অন্য খবর:

Kalyani Luminous Club | রাজ্যপালের ‘দুর্গারত্ন' পুরস্কার প্রত্যাখ্যান কল্যাণীর লুমিনাস ক্লাবের

RELATED ARTICLES

Most Popular

Recent Comments