কলকাতা: কিছুদিন আগেই নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ‘ভালো বন্ধু’ হিসেবে উল্লেখ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কিন্তু সেই বন্ধুর দেশের মানুষের প্রতি ভালো আচরণ করছে না ট্রাম্পের প্রশাসন। জানা গিয়েছে, ট্রাম্পের নির্দেশেই ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠানোর বন্দোবস্ত করছে আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) বিভাগ।
মার্কিন অভিবাসন ও শুল্ক দফতর প্রতর্পণের জন্য ১৫ লক্ষ মানুষের তালিকা তৈরি করেছে বলে খবর। তাদের মধ্যে প্রায় ১৮,০০০ ভারতীয় রয়েছে যাদের কাছে সে দেশের থাকার কোনও নথিপত্র নেই। তাদেরই ভারতে পাঠানোর তোড়জোড় করছে মার্কিন প্রশাসন।
আরও পড়ন: শূকরের মাংস লেচোনা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খাবার
এ বছর নভেম্বর মাসে অভিবাসন ও শুল্ক দফতর এক তথ্য প্রকাশ করে। তা থেকে জানা যায়, নন-ডিটেইন্ড ডকেটের ১৫ লক্ষ জনের মধ্যে ১৯,৪০০ ভারতীয়র নাম রয়েছে। তাদের দেশ থেকে বের করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে খুব শিগগিরই।
আমেরিকায় এই মুহূর্তে প্রায় ৭,২৫,০০০ অবৈধ ভারতীয় অভিবাসী রয়েছে। পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী মেক্সিকো এবং এল সালভাদরের পর এই তালিকায় ভারত তৃতীয় স্থানে রয়েছে। এই তথ্য প্রকাশের আগেই অক্টোবর মাসে মার্কিন মুলুকে অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের চার্টার্ড বিমানে দেশে ফেরত পাঠিয়েছিল বাইডেন প্রশাসন। হোমল্যান্ড সিকিউরিটি (Homeland Security) বিভাগের দাবি, ভারত সরকারের সঙ্গে যৌথভাবেই ওই পদক্ষেপ নেওয়া হয়েছিল। প্রসঙ্গত, গত তিন অর্থবর্ষে গড়ে ৯০০০০ ভারতীয় অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছে।
দেখুন অন্য খবর: