কলকাতা: ইজরায়েলকে লক্ষ্য করে ছোড়া ক্ষপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশ করল ইরান। বুধবার একটি আন্তর্জাতিক সংবাদসংস্থা ওই ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মরুভূমি থেকে লঞ্চার ব্যবহারের মাধ্যমে ছোড়া হচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্র। তবে ঠিক কোন এলাকা থেকে এই হামলা করা হয়েছে, তা প্রকাশ করা হয়নি। প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাতা ব্যবহার করেছে ইরানের আইআরজিসি। তাদের দাবি, ১৮১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।
মঙ্গলবার গভীর রাতে ইজরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তাকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তাৎক্ষণিকভাবে এ হামলায় হতাহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি। তবে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইজরায়েল সরকার। গাজা ও লেবাননের মানুষের উপর নির্বিচারে ইজরায়েলি হামলার বিরুদ্ধে এই হামলা চালিয়েছে বলে দাবি ইরানের।
আরও পড়ুন: ইজরায়েলে হামলা ইরানের, ফল ভুগতে হবে, হুঁশিয়ারি নেতানিয়াহুর