মস্কো: ইউক্রেনে রাশিয়া যে ভাবে আগ্রাসন দেখাচ্ছে (War Against Ukraine), তাতে যে কোনও সময় পরমাণু যুদ্ধ বেধে যেতে পারে। এ আশঙ্কা সাধারণ মানুষের নয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতিগতি দেখে এমন আশঙ্কা করছেন সামরিক বিশেষজ্ঞদের কেউ কেউ। ইউরোপ-রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে, তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনাও (Third World War) পুরোপুরি উড়িয়ে দিতে পারছেন না রাষ্ট্রনেতারা। ইউক্রেনে একতরফা রুশ ক্ষেপণাস্ত্র হামলা দেখে পুতিনকে সংযত হওয়ার আর্জিও তাঁর জানিয়েছেন। পুতিন যে শুনবেন না, তা বলার অপেক্ষা রাখে না। পাঁচ সপ্তাহ ধরে চলা যুদ্ধের পরিস্থিতি পর্যালোচনা করেই পরমাণু যুদ্ধের আশঙ্কা বাড়ছে।
এমত অবস্থায় যাবতীয় আশঙ্কা উড়িয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিন (Vladimir Putin) আশ্বস্ত করলেন, ইউক্রেনে রাশিয়া পরমাণু হামলা চালাবে না। তেমন পরিকল্পনাও ছিল না। তবে, কোনও পরিস্থিতিতেই যে রাশিয়া পরমাণু অস্ত্রের প্রয়োগ (Nuclear Weapons) করবে না, এমনটা কিন্তু নয়।
ক্রেমলিন থেকে ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ ক্ষেত্রে রাশিয়ার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। দিমিত্রির কথায়, ‘আমাদের নিরাপত্তা ধারণা স্পষ্ট।’ অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে হুমকির সম্মুখীন হলে, রাশিয়া (Ukraine-Russia Conflict) কিন্তু ছেড়ে কথা বলবে না। একমাত্র তখনই পরমাণু অস্ত্র ব্যবহার করবে রাশিয়া। এটাই রাশিয়ার নিরাপত্তা নীতি।
আরও পড়ুন: Naftali Bennett’s India visit: নাফতালি বেনেতের ভারত সফর পিছোল
তুরস্কের ইস্তাম্বুলে মঙ্গলবারই আর একদফায় শান্তি বৈঠক রয়েছে। তার আগে পরমাণু অস্ত্র নিয়ে এই বিবৃতি দিল রাশিয়া। এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় তাঁরা অবিচল। এ নিয়ে কোনওরকম আপস তারা করবে না। যদিও আগে আপসের কথা শোনা গিয়েছিল জেলেনস্কির মুখে।