কলকাতা: ঐতিহাসিক চুক্তির মাধ্যমে ভারত মহাসাগরের বুকে অবস্থিত চাগোস দ্বীপপুঞ্জের (Chagos Islands) সার্বভৌমত্ব মরিশাসের (Mauritius) হাতে তুলে দিয়েছে ব্রিটেন (UK)। চাগোস এখন আর ব্রিটিশ উপনিবেশ নয়। দু’ বছর ব্যাপী আলোচনার পর উপনীত হওয়া এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত (India)। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে স্বাগত জানানো হয়েছে। চাগোস সহ ওই এলাকার দ্বীপগুলিতে মরিশাসের সার্বভৌমত্বের দাবিকে দীর্ঘদিন ধরে সমর্থন করে এসেছে ভারত। বিদেশ মন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে, ভারত সবসময় ঔপনিবেশিকতার বিরুদ্ধে এবং ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করে।
প্রসঙ্গত, চাগোস দ্বীপপুঞ্জের দখল মরিশাসের হাতে তুলে দিলেও, ভারত মহাসাগরে দিয়েগো গার্সিয়া দ্বীপে আমেরিকার সঙ্গে যুগ্মভাবে সামরিক ঘাঁটি বজায় রাখবে বলে জানিয়েছে ব্রিটেন। এই সামরিক ঘাঁটি ‘কর্মরত’ থাকবে আগামী অন্তত ৯৯ বছর। ২০২২ সাল থেকে চাগোস নিয়ে মরিশাস-ব্রিটেন দুই পক্ষের আলোচনা চলছিল। অবশেষে দখলদারি সমস্যায় রফাসূত্র পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: যুদ্ধের নকশা ইরান ইজরায়েলের
দ্বীপের দখল হাতছাড়া হলেও ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার এই চুক্তিকে কূটনৈতিক সাফল্য হিসেবে মনে করছেন। তাঁর মতে এর ফলে ভারত মহাসাগরীয় এলাকায় স্থিরতা বজায় থাকবে। আনন্দিত মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনথ। তিনি বলেছেন, ঔপনিবেশিকতা থেকে মুক্তি আজ পূর্ণতা পেল, মরিশাসের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করছেন। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন।
দেখুন অন্য খবর: