ওয়েব ডেস্ক: মঙ্গলবার নিউ ইয়র্কের (New York) মেয়র পদের জন্য নির্বাচিত হয়েছেন বামপন্থী নেতা জোহরান মামদানি (Zohran Mamdani)। উগান্ডায় জন্ম হলেও ভারতীয় বংশোদভূত এই নেতা এখন মার্কিন (USA) রাজনীতিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, নিউ ইয়র্ক সিটি মেয়র পদে ডেমোক্র্যাটিক প্রার্থী (Democratic Candidate) হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। মঙ্গলবার তৃতীয় দফার ভোটগণনায় প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে পরাজিত করেন মামদানি। তিনি পেয়েছেন মোট ভোটের ৫৬ শতাংশ, যেখানে কুয়োমো পেয়েছেন ৪৪ শতাংশ ভোট।
যদিও এই নির্বাচনের প্রাথমিক ভোটগ্রহণ হয় গত ২৫ জুন। তাতে কেউই সংখ্যাগরিষ্ঠতা পাননি। তাই পুনরায় শুরু হয় ভোটগণনা এবং কম ভোটপ্রাপ্ত প্রার্থীদের বাদ দিয়ে ফলাফল নির্ধারণের প্রক্রিয়া। যদিও প্রথম দফাতেই মামদানি ৪৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন, তাই ভোটের রাতেই কুয়োমো পরাজয় স্বীকার করে নেন।
আরও পড়ুন: হরমুজ প্রণালীতে ‘মাইন’ বসাচ্ছে ইরান! কী বলল আমেরিকা?
উগান্ডায় জন্ম নেওয়া এবং দক্ষিণ এশিয়ার অভিবাসী পরিবারের সন্তান মামদানি নিউ ইয়র্ক রাজ্যের একজন অ্যাসেম্বলি সদস্য। তিনি যদি নভেম্বরে চূড়ান্তভাবে নির্বাচিত হন, তবে নিউ ইয়র্কের ইতিহাসে তিনিই হবেন প্রথম মুসলিম মেয়র। নির্বাচনে জয়লাভের পর মামদানি বলেন, “ডেমোক্র্যাটরা একজোট হয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন—নতুন রাজনীতি এবং কর্তৃত্ববাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই এই রায়।”
এদিকে জাতীয় পর্যায়ে মামদানির এই উত্থান ডেমোক্র্যাটদের মধ্যেই এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তিনি কি অতিরিক্ত বামপন্থী, নাকি ট্রাম্পের ‘মেগা’ রাজনীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য উপযুক্ত নেতাই তিনিই? এর উত্তরে এক সাক্ষাৎকারে মামদানি বলেন, “না, আমি কমিউনিস্ট নই। তবে আমি মনে করি, পৃথিবীতে কোটিপতির প্রয়োজন নেই।”
দেখুন আরও খবর: