জল্পনার অবসান। অবশেষে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরলেন হার্দিক পান্ডিয়া। আর আগের ফ্র্যাঞ্চাইজিতে ফিরেই নিজের মতামত ব্যক্ত করলেন হার্দিক পান্ডিয়া। তিনি বলেন, ‘২০১৫ সালে এখান থেকেই আমার প্রথম ক্রিকেটীয় যাত্রা শুরু। ২০১৩ সালে মুম্বইয়ের স্কাউটিং টিম প্রথম আমাকে চিহ্নিত করে। এই দশ বছরে আমি অনেক কিছু অর্জন করেছি। আকাশ এবং তাঁর পরিবার আমার কেরিয়ারের ভালো এবং খারাপ উভয় সময়েই পাশে ছিল। সেটার জন্য আমি চির কৃতজ্ঞ। মুম্বই ইন্ডিয়ান্সে ফিরতে পেরে সত্যিই আমি আবেগ-বিহ্বল।’
রোহিত শর্মার নেতৃত্বেই ২০২৪ সালের আইপিএল খেলবেন হার্দিক। মুম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকে নীতা অম্বানি বলেন, ‘হার্দিককে তার পুরনো ঘরে আবার স্বাগত জানাতে পেরে আমরা উচ্ছ্বসিত। আমাদের মুম্বই ইন্ডিয়ান্স পরিবারের জন্য এটা দুর্দান্ত পুনর্মিলন। মুম্বইয়ের স্কাউটেরা এক জন তরুণ প্রতিভাকে খুঁজে নিয়ে এসেছিলেন, যে এখন ভারতীয় দলের তারকা। হার্দিক অনেকটা পথ পেরিয়ে এসেছে। আগামীর পথটা ও মুম্বইয়ের সঙ্গে চলবে ভেবেই আমরা দারুণ উচ্ছ্বসিত।’
উল্লেখ্য, ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত মুম্বইয়ের হয়েই আইপিএল খেলতেন। রোহিত ছাড়াও ভারতীয় ক্রিকেটারদের মধ্যে মুম্বইয়ে রয়েছেন যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, তিলক বর্মারা।
মুম্বই সরকারি ভাবে হার্দিকের যোগদান ঘোষণা করার পর গুজরাট টাইটান্স কর্তৃপক্ষও বিদায় জানিয়েছেন বরোদার অলরাউন্ডারকে। গুজরাটকে দু’বছর নেতৃত্ব দিয়ে প্রথম বার চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় বার রানার্স করেছেন হার্দিক।