বেঙ্গালুরু: গ্রুপ পর্যায়ে ৯টির মধ্যে ৯টি জিতে নয়া রেকর্ড ভারতের (India)। রবিবার নেদারল্যান্ডসকে (Netherlands) ১৬০ রানে হারাল ভারত। বুধবার মুম্বইয়ে (Mumbai) নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবেন রোহিত -বিরাটরা।
এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন রোহিত শর্মা এবং শুভমন গিল। মাত্র ৩০ বলে হাফ সেঞ্চুরি করেন গিল। ৩২ বলে ৫১ রান করে আউট হন শুভমন। গিল আউট হওয়ার পর হাফ সেঞ্চুরি করেন রোহিত। কিন্তু তিনিও বেশি ক্ষণ খেলতে পারেননি। ৫৪ বলে ৬১ রান করে ফেরেন ভারত অধিনায়ক। বিরাটও এদিন হাফ সেঞ্চুরি করেন। তবে ৫১ রান আউট হয়ে যান। এরপর ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুল।
চতুর্থ উইকেটে ২০০ রানের জুটি গড়েন শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুল। বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি করলেন শ্রেয়স। চলতি বিশ্বকাপে প্রথম শতরান হল রাহুলেরও। শেষ পর্যন্ত শ্রেয়স ৯৪ বলে ১২৮ ও রাহুল ৬৪ বলে ১০২ রান করেন।
কেএল রাহুল আউট হওয়ার পর ক্রিজে নামেন সূর্যকুমার যাদব। মাত্র ১ বল খেলার সুযোগ পান তিনি। ১ বলে ২ রান করেন সূর্যকুমার। ভারতের ইনিংস শেষ হয় ৪১০ রানে। নেদারল্যান্ডসের জয়ের টার্গেট ৪১১।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওয়েসলি বারেসির উইকেট হারায় নেদারল্যান্ডস। তাঁকে আউট করেন মহম্মদ সিরাজ। কিন্তু দ্বিতীয় উইকেটে ভাল জুটি বাঁধেন ম্যাক্স ও’ডয়েড ও কলিন একারম্যান। পেসারদের বিরুদ্ধে ভাল খেলছিলেন তাঁরা। ফলে তাড়াতাড়ি স্পিনারদের বলে আনেন রোহিত। কুলদীপ ফেরান একারম্যানকে। ও’ডয়েডের উইকেট নেন রবীন্দ্র জাডেজা। মাঝের ওভারে কোহলির হাতে বল তুলে দেন রোহিত। উইকেট তুলে নেন কোহলি। শুধু বিরাট নয়, শুভমন, সূর্যকুমারের হাতেও বল তুলে দেন রোহিত। সবাই হাত ঘোরান।
কিন্তু পুরো ৫০ ওভার খেলতে পারেনি নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত ৪৭.৫ ওভারে ২৫০ রানে অল আউট হয়ে যায় তারা। বোলারদের মধ্যে বুমরা, সিরাজ, কুলদীপ ও জাডেজা ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন রোহিত ও বিরাট।
দেখুন আরও অন্য খবর: