কলকাতা: আইপিএল পয়েন্টস টেবল দেখাচ্ছে, কেকেআরের (KKR) নীচে রয়েছে লখনউ সুপার জায়ান্টস (LSG)। আবার নাইটদের বিরুদ্ধে লখনউর সাফল্যের হার শতকরা একশো শতাংশ। আইপিএলে এখনও পর্যন্ত তিন বার দেখা হয়েছে দু’দলের। তিন বারই হেরেছে কলকাতা নাইট রাইডার্স। গৌতম গম্ভীর গত বছর পর্যন্ত ছিলেন লখনউয়ের সঙ্গে। এ বার কেকেআরের মেন্টর। তবে গম্ভীর বলে রাখলেন, ‘‘রবিবার নতুন দিন, নতুন লড়াই। অতীত নিয়ে ভেবে লাভ নেই।’’
আরও পড়ুন:লখনউর বিরুদ্ধে কলকাতার প্রথম একাদশ কেমন হবে?
তবে আজকের ম্যাচে কে এগিয়ে? কলকাতা নাকি লখনউ? দেখুন স্টেডিয়াম বুলেটিন–