কলকাতা: ‘স্টার্ক ইজ আ স্টার।’ গ্যালারিতে প্ল্যাকার্ড তুলে ধরা হল, লখনউর শেষ ওভারে। তখন কার্যত ভয়ঙ্কর মিচেল স্টার্ককে (Mitchell Starc) ছন্দে দেখা যাচ্ছে। শেষ ওভারে স্টার্ক মাত্র ৬ রান দিলেন। এককথায় ঘরের মাঠে ছন্দে ফেরার আভাস দিলেন মিচেল স্টার্ক। চার ওভার বল করে ২৮ রান এবং ৩টি উইকেট নিয়েছেন আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটার। কলকাতার বিরুদ্ধে ইডেনে ১৬১ রান তুলল লখনউ (LSG)। রান আটকে রাখার কাজটা করলেন সুনীল নারাইন। ৪ ওভারে মাত্র ১৭ রান দিলেন তিনি। একটি উইকেটও নিয়েছেন। জিততে হলে কলকাতার (KKR) চাই ১৬২ রান।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রেয়স। দ্বিতীয় ওভারেই ছন্দে থাকা কুইন্টন ডি’কককে ফেরালেন বৈভব অরোরা। এই ম্যাচে ফিট হয়ে ফিরেছেন হর্ষিত রানাও। সবচেয়ে স্বস্তির হল, মিচেল স্টার্ক বল হাতে প্রত্যাশা পূরণ করলেন। তাঁর বলে দীপক হুডার ক্যাচ ব্যাকওয়ার্ড পয়েন্টে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় তালুবন্দি করলেন রামনদীপ সিংহ। শেষ ওভারে বিপজ্জনক হয়ে ওঠা নিকোলাস পুরানকেও ফেরালেন অস্ট্রেলীয় পেসার। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামা আর্শাদ খানের স্টাম্প ছিটকে দিলেন শেষ বলে।
আরও পড়ুন: ‘ময়দান’ দেখে মুগ্ধ মহারাজ, কী বললেন?
উল্লেখ্য, ২৩ মার্চ সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ভিন শহরে তিন ম্যাচ খেলতে বেরিয়ে পড়েছিলেন শ্রেয়স আইয়াররা। রবিবার থেকেই ঘরের মাঠে দ্বিতীয় দফার খেলা শুরু হল কেকেআরের। ইডেনে টানা পাঁচ ম্যাচ খেলবেন নাইটরা।
Bowling performance on point! 🎯 pic.twitter.com/GCHKW9QdBk
— KolkataKnightRiders (@KKRiders) April 14, 2024