ওয়েব ডেস্ক: বাইরে থেকে উড়ে এসে সৌরজগতে (Solar System) জুড়ে বসল এক রহস্যময় বস্তু। এই নিয়ে তৃতীয়বার এমন এক বস্তুকে চিহ্নিত করা সম্ভব হল, সেটি আমাদের সৌরজগতের অংশ নয়। আর এই অজানা আগন্তুককে ঘিরে বাড়ছে সংশয়। কারণ, 3I/ATLAS বা C/2025 N1 নামের এই মহাজাগতিক বস্তু (Interstellar Object) কি আদতে একটি ধূমকেতু (Comet) নাকি অন্য কিছু, তা নিয়ে এখনও ধন্দে রয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা।
সৌরজগতের বাইরে থেকে আগত এমন বস্তু আগে মাত্র দু’বারই চিহ্নিত করা গিয়েছিল। গত ১ জুলাই প্রথম এই বস্তুটির অস্তিত্ব প্রথম ধরা পড়ে হাওয়াই দ্বীপপুঞ্জের নাসার অ্যাটলাস সমীক্ষা প্রকল্পের ক্যামেরায়। দু’দিনের মাথায়, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের অধীনস্থ মাইনর প্ল্যানেট সেন্টার এটিকে ‘ইন্টারস্টেলার অবজেক্ট’ বলে স্বীকৃতি দেয়। অর্থাৎ, এই বস্তু সৌরজগতের নয়, এসেছে বাইরের কোনও নক্ষত্রজগৎ থেকে।
আরও পড়ুন: শুভাংশুর পর অনিল মেনন! কবে মহাকাশে পাড়ি? জানিয়ে দিল NASA
বিজ্ঞানীদের দাবি, এই ধূমকেতুর মতো দেখতে বস্তুটি প্রতি সেকেন্ডে ৬০ কিলোমিটার গতিতে ছুটছে সূর্যের দিকে। এবং ২০২৬ সালের মধ্যে এটির গতি বেড়ে দাঁড়াবে সেকেন্ডে ৯০ কিলোমিটার। বস্তুটির গতি এবং কক্ষপথ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গিয়েছে, এটি সূর্যের মাধ্যাকর্ষণে সীমাবদ্ধ নয়। ইউরোপীয় স্পেস এজেন্সি জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবর মাসে এটি সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছবে। তবে এই রহস্যময় বস্তু শুধুমাত্র সৌরজগতের ভেতরে মঙ্গল গ্রহের কক্ষপথ দিয়ে পেরিয়ে যাবে বলে ধারনা বিজ্ঞানীদের।
বিজ্ঞানীদের অনুমান, এই ‘ইন্টারস্টেলার’ বস্তুটির বেশির ভাগ অংশই বরফে তৈরি, এবং এর ব্যাস ১০-২০ কিলোমিটার। অর্থাৎ, এটি এখনও পর্যন্ত আবিষ্কৃত বৃহত্তম বহিরাগত মহাজাগতিক বস্তু। আগের দুই ‘ইন্টারস্টেলার অবজেক্ট’, ২০১৭ সালের ‘ওইমুয়ামুয়া’ ও ২০১৯ সালের ‘কমেট টুআই/বরিসভ’— ছিল আকারে অনেকটাই ছোট। তবে এটিকে নিয়ে আপাতত ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
দেখুন আরও খবর: