কলকাতা: মঙ্গল, বৃহস্পতি, শনির একাধিক উপগ্রহ থাকলেও পৃথিবীর (Earth) সবেধন নীলমণি একটাই— চাঁদ (Moon)। তবে পৃথিবী এবার পেতে চলেছে আর একটি উপগ্রহ, যাকে নাম দেওয়া হয়েছে মিনি-মুন (Mini Moon) বা ছোট্ট চাঁদ। না, স্থায়ীভাবে নয়, এই উপগ্রহ কয়েকদিনের অতিথি, আমাদের গ্রহের অভিকর্ষজ বলের ‘মায়া’ কাটিয়ে সে সূর্যের দিকে চলে যাবে।
পৃথিবীর খুব কাছে চলে এসেছে ২০২৪ পিটি ৫ (2024 PT5) নামে এক গ্রহাণু (Asteroid)। এতটাই কাছে এসে পড়েছে যে তার উপর পৃথিবীর আকর্ষণ বল সক্রিয় হয়েছে। বহু বছর ধরে ধীরে ধীরে সে পৃথিবীর কক্ষপথের দিকে এগিয়ে আসছিল। এখন এমন জায়গায় এসে পৌঁছেছে যে, তার গতিবিধি নিয়ন্ত্রণ করছে পৃথিবীর অভিকর্ষজ বল। এমনকী সূর্যের আকর্ষণ বলও তার কাছে ফিকে হয়ে পড়েছে।
আরও পড়ুন: আমেরিকায় গড়ে ৫ দিন কাজ করে আইফোন কেনা যায়, ভারতে কত দিনে?
মিনি-চাঁদের তকমা পেতে হলে কোনও গ্রহাণুকে পৃথিবীর কাছে তুলনামূলক কম গতিতে আসতে হবে। তা হলেই তাকে নিজের কক্ষপথে সাময়িকভাবে আবর্তন করাতে পারবে পৃথিবী। সেক্ষেত্রেই প্রাকৃতিক উপগ্রহের তকমা পাবে সেটি যা পাচ্ছে এই ২০২৪ পিটি ৫ গ্রহাণুটি। মহাকাশ বিজ্ঞানীরা এই বিরল মহাজাগতিক ঘটনা নিয়ে তুমুলভাবে উৎসাহিত।
তবে উপগ্রহটি নভেম্বর মাসের শেষের দিক পর্যন্ত পৃথিবীকে প্রদক্ষিণ করবে। এর কক্ষপথ হবে জটিল ধরনের, কারণ পৃথিবী ছাড়াও তার উপর সূর্যের অভিকর্ষজ বল কাজ করছে। এই সময়ের মধ্যেই গ্রহাণুর গঠন, গড়ন, তার কক্ষপথের বৈশিষ্ট্য ইতাদি সম্পর্কে কাছ থেকে গবেষণা করা সুযোগ পাবেন বিজ্ঞানীরা। নভেম্বর মাস পড়লে পৃথিবীকে ছেড়ে ধীরে ধীরে সূর্যের পথে রওনা দেবে ছোট্ট চাঁদ।
দেখুন অন্য খবর: