কলকাতা: যত সময় যাচ্ছে, ততই জনপ্রিয়তা বেড়ে চলেছে হোয়াটসঅ্যাপের (Whatsapp)। বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ থেকে পড়াশোনা এমনকী অফিসের কাজেও আজকাল ব্যবহার করা হয় মেসেজিং অ্যাপ। তবে এবার হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের জন্য একটি অসাধারণ ফিচার আনতে চলেছে। এই ফিচারের সাহায্যে পুরনো মেসেজ (Old Message)খুঁজে পাওয়া খুব সহজ হয়ে যাবে। কারণ, হোয়াটসঅ্যাপে পুরনো মেসেজ খুঁজতে অনেক সময় লেগে যায়। যা খুঁজে বের করতে চাইছেন, তা লিখতে হয় চ্যাটের সার্চবারে গিয়ে। অনেক সময় খুঁজেই পাওয়া যায়। এবার সেই সমস্যার সমাধান মিটতে চলেছে।
আপনার যদি মনে থাকে কখন মেসেজ পাঠানো হয়েছিল, তাহলে নতুন ফিচারটি সেই মেসেজ খুঁজে পেতে সাহায্য করবে। ভিডিয়ো এবং ভয়েস নোটের মতো মেসেজও খুঁজে পাবেন। তবে এই সব কিছুর জন্য সবচেয়ে প্রয়োজন হল, মনে রাখা কবে আপনি সেই নির্দিষ্ট মেসেজটি পাঠিয়েছিলেন। যদি সঠিক তারিখ মনে রাখতে না পারেন, তাহলে এই ফিচারের সাহায্যে খুঁজে পাওয়া আপনার কাছে কঠিন মনে হতে পারে।
আরও পড়ুন: মোবাইল নম্বর ছাড়াও ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ
WABetaInfo, একটি পোর্টাল যা হোয়াটসঅ্যাপের নতুন আপডেট এবং ফিচারগুলি পর্যবেক্ষণ করে। আর সেই ওয়েবসাইট অনুসারে, হোয়াটসঅ্যাপ ওয়েবের 2.2348.50 বিটা সংস্করণে একটি ক্যালেন্ডার আইকন যুক্ত করা হয়েছে। এতে মেসেজ সার্চ করা যাবে। বর্তমানে, শুধুমাত্র নির্বাচিত ব্যবহারকারীরা এই ফিচারটি ব্যবহার করতে পারেন। বাকি ব্যবহারকারীদের জন্য এই ফিচার কবে আসবে, তা এখনও জানা যায়নি।
দেখুন আরও অন্য খবর: