ব্যবহারকারীদের জন্য নিত্যনতুন ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। এবার আরও একটি দারুণ সুবিধা নিয়ে হাজির মেটা কর্তৃপক্ষ। আপনি কি চান কোনও বিশেষ ব্যক্তি বা প্রিয়জনের সঙ্গে কথোপকথন আড়াল করে রাখতে? তাহলে আপনার জন্য সুখবর। আপনার গোপনীয়তা রক্ষায় এবার হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ নিয়ে এল ‘চ্যাট লক’ অপশন। ফলে কেউ আপনার হোয়াটসঅ্যাপ খুললেও এবার সেই গোপন চ্যাট কোনও তৃতীয় ব্যক্তি দেখতে পারবেন না।
যে সমস্ত চ্যাট আপনি লুকিয়ে রাখতে চাইছেন বা লক করে রাখতে চাইছেন সেই বিশেষ কথোপকথনগুলি একটি বিশেষ ফোল্ডারে স্টোর করা থাকবে। সেখানে যাঁর সঙ্গে আপনার কথা হচ্ছে, তাঁর নামটিও থাকবে লুকোনো। সেই সমস্ত ব্যক্তির থেকে মেসেজ এলে কোনও নোটিফিকেশন আসবে না।
কীভাবে চ্যাট লক করা যাবে?
হোয়াটসঅ্যাপ লক করার জন্য বায়োমেট্রিক বা পিন কোড দিয়ে তা লক করার ফিচার আগে থেকেই রয়েছে। অ্যান্ড্রয়েড ফোন ও আইওএস উভয় ক্ষেত্রেই এই ব্যবস্থা উপলব্ধ। এবার চ্যাট লক করার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে কিংবা নতুন করে ইনস্টল করতে হবে। এরপর যাঁর সঙ্গে চ্যাটটি লক করতে চান তাঁর প্রোফাইল পিকচারে যেতে হবে। সেখানেই ডিস অ্যাপিয়ারিং মেসেজের নীচে নতুন অপশন ‘চ্যাট লক’ দেখতে পারবেন। সেটিকে ‘এনাবেল’ করে অথেন্টিকেট করতে হবে পাসওয়ার্ড এবং বায়োমেট্রিক দিয়ে। তাহলেই সেই চ্যাট আর দেখা যাবে না।
আরও পড়ুন: Talk on Facts | সকালে খালি পেটে জল খান? উপকারিতা জেনে নিন
এই নিয়ে একটি পোস্ট করেছেন মার্ক জুকারবার্গ। তিনি লিখেছেন, ‘হোয়াটসঅ্যাপে নতুন লক করা চ্যাটগুলি আপনার কথোপকথনগুলিকে আরও ব্যক্তিগত করে তুলবে৷ এগুলি একটি পাসওয়ার্ড সুরক্ষিত ফোল্ডারে লুকোনো থাকবে এবং সেই কন্ট্যাক্ট থেকে কোনও মেসেজ এলেও নোটিফিকেশন আসবে না।’ জানা যাচ্ছে, এখনও সব ফোনে এই আপডেট আসেনি। তবে খুব শীঘ্রই ‘চ্যাট লক’ ফিচার মিলবে।