কলকাতা: বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ (Messaging App) হোয়াটসঅ্যাপ (WhatsApp)। মেটা (Meta) অধিকৃত এই অ্যাপে ফের ইউজারদের সুবিধায় একটি নতুন সুবিধা (WhatsApp Features) আসতে চলেছে। মার্ক জুকারবার্গের মেটা তাদের দুই সর্বাধিক জনপ্রিয় প্ল্যাটফর্ম তথা হোয়াটসঅ্যাপ এবংইনস্টাগ্রামকে ইন্টিগ্রেট করছে। আর সেকারণেই এবার ব্যবহারকারীরা তাদের হোয়াটসঅ্যাপ স্টেটাস সরাসরি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করতে পারবেন। যদিও ফিচারটি এখনও ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে।
WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, ব্যবহারকারীরা নিজেরাই ঠিক করে নিতে পারবেন তাঁদের হোয়াটসঅ্যাপ স্টেটাস আপডেটগুলি ইনস্টাগ্রামে শেয়ার করবেন কি না। পাশাপাশি স্টেটাস আপডেটটি ইনস্টা স্টোরিতে শেয়ার করার পরে তা নিয়ন্ত্রণও করতে পারবেন ইউজাররা। WABetaInfo তাদের রিপোর্টে আরও বলেছে, “ধন্যবাদ জানাতে হয় অ্যান্ড্রয়েড 2.23.25.20 আপডেটের জন্য হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনটিকে, যা এখন গুগল প্লে স্টোরে রয়েছে। সেখান থেকেই আমরা জানতে পেরেছি, হোয়াটসঅ্যাপের স্টেটাস আপডেট ইনস্টাগ্রামে শেয়ার করার জন্যও এবার একটা অতিরিক্ত অপশন যোগ করা হচ্ছে।”
হোয়াটসঅ্যাপ স্টেটাস ইনস্টাগ্রামে শেয়ার করার এই ফিচার যে শুধু ব্যবহারকারীদের সময় বাঁচাবে তা নয়। তার পাশাপাশি আবার দুই প্ল্যাটফর্মের মধ্যে কনটেন্ট ভাগ করে নেওয়ার নির্ভরযোগ্যতা এবং ধারাবাহিকতাও উন্নত করতে সক্ষম হবে। পাশাপাশি, ব্যবহারকারীদের নিজেদের পছন্দ অনুযায়ী এই ফিচারটিকে সক্রিয় বা নিষ্ক্রিয় করে রাখতে পারেন।