ওয়েবডেস্ক: বিরোধীদের অভিযোগ ছিল ওয়াকফ বিল (সংশোধনী) ২০২৫ (Waqf Amendment Bill, 2025) সংখ্যালঘু মুসলিম বিরোধী ও অসাংবিধানিক। চরম উৎকণ্ঠার পরিস্থিতির মধ্য দিয়ে লোকসভায় মধ্যরাতে মুসলিমদের সম্পত্তি সংক্রান্ত ওয়াকফ বিল পাশ হয়েছে। রাজ্যসভাতেও রাত গড়িয়ে যায়। সংসদে সদস্য সংখ্যার জোরে নরেন্দ্র মোদি সরকার বিলকে পাশ করিয়ে নিয়েছে। তবে বিলকে আইনে পরিণত করার রাস্তা বন্ধ করতে সুপ্রিম কোর্টে মামলার পাহাড় জমছে। এবার আপ বিধায়ক আমানুতুল্লা খান (Amanatullah Khan) সুপ্রিম কোর্টে মামলা করলেন। এর আগে কংগ্রেস, এমআইএম মামলা করে। ওয়াকফ বিলের সাংবিধানিক বাধ্যবাধকতাকে চ্যালেঞ্জ করে আপ বিধায়ক সুপ্রিম কোর্টে (Supreme Court) গিয়েছেন। আপ বিধায়ক আবেদন করেছেন যাতে এই বিলকে অসাংবিধানিক (Unconstitutional) ঘোষণা করা হয়। তিনি জানিয়েছেন, এই বিল সংবিধানের ১৪, ১৫, ২১, ২৫, ২৬, ২৯, ৩০ ও ৩০০এ-কে লঙ্ঘন করছে। এই বিলের বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস, বামদল, ডিএমকে, সমাজবাদী পার্টি। বিলের বিরোধীরা অপেক্ষায় রয়েছেন। আদৌ কি সুরাহা মিলবে?
শুক্রবার কংগ্রেস সাংসদ মহম্মদ জাভেদ, এআইএমআইএম প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi) সর্বোচ্চ আদালতে মামলা করেন। তাঁরা ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ এর বিরোধিতা করে মামলা করেন। মহম্মদ জাভেদ জানিয়েছেন, এই বিল ওয়াকফ সম্পত্তিতে নির্বিচারে নিষেধাজ্ঞা চাপিয়েছে। ওয়েইসি জানিয়েছেন, ওয়াকফের বিভিন্ন রকমের নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে। এই বিল রাজ্যসভায় ১২৮ জনের সমর্থন পায়। এর বিরোধিতা করে ৯৫ জন। লোকসভায় এই বিল ২৮৮ জনের সমর্থন পায়। ২৩২ জন এর বিরোধিতা করে। ছিঁড়ে ফেলা হয়। বিল পাশ করিয়ে নেয় মোদি সরকার। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে অভিযোগ করেছেন, কোন্দ্রীয় সরকার এই বিলের মাধ্যমে মুসলিমদের দমন করার চেষ্টা করছে।
আরও পড়ুন: মেয়ের বিরুদ্ধে দুর্নীতিতে চার্জশিট, কেরলের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি
দেখুন অন্য খবর: