ওয়েবডেস্ক: বছর ঘোরার আগেই বিহার বিধানসভা নির্বাচন (Bihar Assembly Election)। ক্ষমতায় থাকা এনডিএ জোট, বিরোধীরাও ইতিমধ্যে কার্যত ভোটের প্রচার শুরু করে দিয়েছেন। বিহারের প্রধান বিরোধী দল আরজেডির তেজস্বী যাদব (Tejashwi Yadav) বললেন নয়া ওয়াকফ বিল (Waqf Bill) বাস্তবায়িত করা হবে না। তাঁরা বিহারে ক্ষমতায় এলে বিহারে নতুন ওয়াকফ আইন লাগু করবেন না। ইতিমধ্যে ওয়াকফ বিলকে মুসলিম বিরোধী ও অসাংবিধানিক (Unconstitutional) বলে দাবি করেছেন বিরোধীরা। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে কংগ্রেস, এমআইএএম, আপ।
শনিবার পাটনায় দলীয় দফতরে সাংবাদিকদের একথা বলেন তিনি। তেজস্বীর কথায়, বিজেপি মুসলিমদের শুভাকাঙ্খীর ভান করে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে আক্রমণ করেন তিনি। আরজেডি নেতা বলেন, সারা দেশে এই বিলব নিয়ে কথা বলছে। কিন্তু এই বিষয়ে নীতীশ কুমার একটি কথাও বলেননি। এই বিল অসাংবিধানিক। সংবিধানের ২৬ নম্বর ধারা লঙ্ঘন করে।
আরও পড়ুন: ওয়াকফ বিল নিয়ে সুপ্রিম কোর্টে ফের মামলা
সংসদের দুই কক্ষে এই বিল পাশ করাতে বেগ পেতে হয়েছে নরেন্দ্র মোদি সরকারকে। বিল পাশ হয়েছে। এখন রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষা। তবে ইতিমধ্যে মুসলিমদের সম্পত্তি সংক্রান্ত ওই বিলের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে মামলা হয়েছে। ওয়াকফ আইনের সংশোধন করে এই বিল আনে কেন্দ্রের শাসকদল।
দেখুন অন্য খবর: