কলকাতা: চাল চুরির অভিযোগ ঘিরে বিক্ষিপ্ত অশান্তি ছড়াল ইকোপার্ক থানা এলাকায়৷ সোমবার রাজারহাটের বিভিন্ন রেশন গোডাউন থেকে চাল ভ্যানে করে অন্যত্র নিয়ে যাওয়ার অভিযোগ আসে পুলিশে৷ সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি গোডাউনে অভিযান চালায় পুলিশ৷ গোডাউন থেকে চাল বের করার সময় এক ভ্যান চালকে আটক করে পুলিশ৷ ভ্যানে থাকা চালের বস্তাও বাজেয়াপ্ত করেছে ইকো পার্ক থানা৷
এ দিকে ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত অশান্তি ছড়ায়৷ হাতিয়াড়া মোড়ের কাছে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, রেশন গোডাউন থেকে দীর্ঘদিন ধরে রেশনের চাল চুরি করে রাজারহাটের বিভিন্ন দোকানে বিক্রি করা হতো।