কলকাতা: ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালেও বেটিং চক্রের ফাঁস। রবিবার বিশ্বকাপ চলাকালীন কলকাতায় একাধিক জায়গায় হানা দিয়ে ক্রিকেট বেটিংয়ে জড়িত থাকার অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। পার্ক স্ট্রিট থানার পুলিশ গ্রেফতার করেছে আমন খৈতান নামে এক যুবককে।
গতকাল পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। ওই যুবক হাওড়ার গোলাবাড়ি থানার ওয়াটকিনস লেনের বাসিন্দা। রবিবার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের সময় আমন বেটিং চালাচ্ছিল বলে অভিযোগ। খবর পেয়ে পার্ক স্ট্রিটে হানা দেয় পুলিশ। ধৃতের কাছ থেকে একটি আইফোন এবং ক্রিকেট বেটিং সংক্রান্ত একাধিক স্ক্রিনশট উদ্ধার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: জমজ কন্যার ‘বিতাড়িত’ মা ১১ বছর পর ঘরে ফিরল
ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন বেটিংয়ের অভিযোগে কলকাতা থেকে একাধিক জনকে গ্রেফতার করা হয়। ইডেনে ভারত ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের সময়ও ৫ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।