Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsBowbazar: বর্ষার জন্য বউবাজারের মেট্রোর কাজ বন্ধ রাখার সুপারিশ বিশষজ্ঞদের

Bowbazar: বর্ষার জন্য বউবাজারের মেট্রোর কাজ বন্ধ রাখার সুপারিশ বিশষজ্ঞদের

Follow Us :

কলকাতা: বউবাজারে ক্ষতিগ্রস্ত এলাকায় বর্ষা শেষ না হওয়া পর্যন্ত মেট্রোর কাজ বন্ধের সুপারিশ করলেন বিশেষজ্ঞরা। ওই ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ে দেখেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরা। পুরসভাকে প্রাথমিক রিপোর্টও দেন তাঁরা। কেএমআরসিএল জানিয়েছে, আগামী সপ্তাহে আসার কথা জন এন্ডিকট নামে এক বিশেষজ্ঞের। তিনিও ওই এলাকা পরিদর্শন করবেন। রুরকি আইআইটির ইঞ্জিনিয়ারাও আসছেন।

সূত্রের খবর, ওই রিপোর্টে বলা হয়েছে, দুর্গা পিতুরি লেনের মাটি এখনও দুর্বল হয়ে রয়েছে। তার মধ্যে বৃষ্টিও শুরু হয়েছে। সামনে বর্ষা। এখন মেট্রোর কাজ আপাতত বন্ধ রাখাই ভালো। বর্ষার মধ্যে কাজ করলে ফের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

রিপোর্টে আরও বলা হয়েছে, সিভিল ইঞ্জিনায়াররা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ফের মাটি পরীক্ষা করবেন। তারপরই তাঁরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। মেয়র পরিস্থিতি খতিয়ে দেখার দায়িত্ব দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগকে। ওই বিভাগের বিশেষজ্ঞরা দফায় দফায় দুর্গা পিতুরি লেনের ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন : Anubrata Mondal: এসএসকেএম-নিজাম প্যালেস অতীত, ৪৫ দিন পর বীরভূমে ফিরলেন অনুব্রত

১১ মে সকাল থেকে বউবাজারের দুর্গা পিতুরি লেনে দু-একটি বাড়িতে ফাটল দেখা যায়। পরে বেলা যত বাড়ে ততই ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা বাড়তে থাকে। রাত পর্যন্ত ১০টি বাড়িতে ফাটল বড়সড় ফাটল ধরা পড়ে। রাতেই ঘটনাস্থলে হাজির হন কলকাতা পুরসভা, কলকাতা পুলিস এবং কেএমআরসিএলের কর্তারা। যদিও স্থানীয়দের কেএমআরসিলের কর্তারা আসেন অনেক দেরিতে।

RELATED ARTICLES

Most Popular