Placeholder canvas

Placeholder canvas
Homeকলকাতাডিএ মামলায় নয়া মোড়, আবারও ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য

ডিএ মামলায় নয়া মোড়, আবারও ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য

Follow Us :

কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলায় নয়া মোড়। ডিএ মামলা নিয়ে আবারও ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য সরকার। গত ২০ মে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল বিচারপতি
হরিশ ট্যান্ডন ও
বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ

শুক্রবার সেই রায় পুনর্বিবেচনা আবেদন করে
ডিভিশন বেঞ্চে গেল
রাজ্য।

আদালতে রাজ্য সরকার আগেই জানিয়েছিল, তহবিলে টাকা না থাকার কারণেই ডিএ দেওয়া যাচ্ছে না।
রাজ্যের এই যুক্তি মানতে চায়নি ডিভিশন বেঞ্চ। বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত বলেন
, ডিএ সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী তাঁরা
ডিএ পাবেন। রাজ্য সরকারি কর্মচারীদের তিন মাসের মধ্যে
সব ডিএ
দিতে হবে।
এমনকি ১ বছরের মধ্যে বকেয়া মেটানোরও নির্দেশ দেওয়া হয়।

এর আগে রাজ্য সরকারি কর্মচারীদের কনফেডারেশন ডিএ-র দাবিতে রাজ্য
প্রশাসনিক ট্রাইব্যুনাল বা স্যাটের দ্বারস্থ হয়েছিল। ২০১৯ এর ২৭ জুলাই স্যাট বলে ৬
 মাসের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা বা ডিএ মিটিয়ে দিতে হবে। যদিও
সেই নির্দেশ অমান্য করে নবান্ন। এর পর স্যাট-এ রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত
অবমাননার মামলা দায়ের করে একাধিক কর্মী সংগঠন।

পরবর্তী সময়ে স্যাটের রায়ের বিরুদ্ধে আদালতে রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য সরকার। যদিও সেই
আবেদন খারিজ করে রায় বহাল রাখে কলকাতা হাইকোর্ট। এর পর স্যাটের নির্দেশকে
চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন জমা সেয় রাজ্য।
২০ মে সেই পিটিশন খারিজ করে দিয়ে
আদালত জানিয়ে
দেয়, ডিএ দিতেই হবে রাজ্যকে।

RELATED ARTICLES

Most Popular