Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাMamata Banerjee Live: নেতাজি ইন্ডোরে পাট্টা বিলি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee Live: নেতাজি ইন্ডোরে পাট্টা বিলি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Follow Us :

কলকাতা: নেতাজি ইন্ডোরে বুধবার পাট্টা বিলি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠানে তিনি বলেন, আমরা বুলডোজার দিয়ে উচ্ছেদের তীব্র বিরোধী। গরিব মানুষাকে কোনওভাবেই উচ্ছেদ করা চলবে না। আমার সরকার গরিব মানুষের পাশে আছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ফের রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার ইস্যুতে সরব হন। পঞ্চায়েত ভোটের আগে জমির পাট্টা বিলি করতে গিয়ে আর কী কী বললেন মুখ্যমন্ত্রী, দেখে নিন এক নজরে। 

  • পাহাড়ে পাট্টা জট কেটেছে। 
  • উদবাস্তুদের অধিকার আদায়ে লড়েছি
  • পুনর্বাসন, ক্ষতিপূরণ না দিয়ে উদবাস্তু উচ্চেদ করতে দেব না
  • বুলডোজার দিয়ে উচ্ছেদ আমাদের নীতি নয়
  • আড়াই লক্ষ মানুষকে জমির পাট্টা দেওয়া হয়েছে
  • অনেক জায়গায় জাতীয় সড়ক সম্প্রসারণ, রেল ব্রিজ করার জন্য উচ্ছেদ করা হচ্ছে
  • গরিবদের কোনওভাবেই উচ্ছেদ করা চলবে না
  • নাগরিকত্বের নামে ভুল বোঝানো হচ্ছে
  • এনআরসি নিয়ে উত্তেজনা ছড়ানো হচ্ছে। সকলকে ভোটার তালিকায় নাম তোলার জন্য অনুরোধ করা হচ্ছে
  • এনআরসির নামে প্রকৃত ভোটারদের বাদ দেওয়া হচ্ছে
  • নিজের অধিকার ছিনিয়ে নিন
  • মানুষে মানুষে ভেদাভেদ পছন্দ করি না
  • এবারের দুয়ারে সরকার প্রকল্পে ৫০ লক্ষ মানুষ এসেছে। সমস্যা হলে দুয়ারে সরকার শিবিরে আসুন
  • কৃষি ক্ষেত্রে পাট্টা বাড়াতে হবে
  • সব অভিযোগই গুরুত্ব দিয়ে দেখতে হবে
  • রাজ্যকে সার দিচ্ছে না কেন্দ্র। চাষীরা সমস্যায় পড়ছেন
  • সার আমরা তৈরি করি না, কেন্দ্র করে
  • ভবিষ্যতে আমরা সার উৎপাদন করব
  • ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র
  • রাজ্যকে আর্থিকভাবে বঞ্চনা করা হচ্ছে
  • রাজ্যকে বঞ্চনা করা হচ্ছে
  • রাজনীতির স্বার্থে বাংলাকে বদনাম করা হচ্ছে
  • ওদের শুভবুদ্ধি সম্পন্ন হোক
RELATED ARTICLES

Most Popular