Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাAdivasi: সারি এবং সারনা ধর্মকে স্বীকৃতি দিতে প্রস্তাব আসছে রাজ্য বিধানসভায়

Adivasi: সারি এবং সারনা ধর্মকে স্বীকৃতি দিতে প্রস্তাব আসছে রাজ্য বিধানসভায়

Follow Us :

কলকাতা: বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ তুলে বিধানসভায় আসন্ন বাজেট অধিবেশনে বিশেষ প্রস্তাব আনতে চলেছে সরকার পক্ষ। আগামী ১৪ ফেব্রুয়ারি রাজ্য বাজেটের ঠিক আগের দিন এই প্রস্তাবের উপর আলোচনা হবে। আদিবাসীদের সারি এবং সারনা ধর্মকে মান্যতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সে ব্যাপারেই ওই প্রস্তাব আনা হবে। মঙ্গলবার বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এই প্রস্তাব আনার কথা জানিয়েছেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি জানান, আদিবাসীদের দীর্ঘ দিনের দাবি মেনে সারি এবং সারনা ধর্মকে মান্যতা দেবে রাজ্য সরকার। আদিবাসীরা প্রকৃত অর্থে এই ধর্মাবলম্বী। কিন্তু তাঁদের হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত করে রাখা হয়েছে। তাই আদিবাসীদের দাবি মেনে ওই দুই ধর্মকে আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দিতে চায় রাজ্য সরকার।

আগামী ১৩ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবের সঙ্গে সারি এবং সারনা ধর্মকে মান্যতা দেওয়ার প্রস্তাবটিও আনবে সরকার পক্ষ। ওই দিন বিধানসভা অধিবেশনে হাজির থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে এই দুই প্রস্তাব নিয়ে আলোচনার মধ্যে সরকার পক্ষের রাজনৈতিক লক্ষ্য স্পষ্ট বলেই মনে করছে পর্যবেক্ষক মহল। এদিকে মঙ্গলবারও রাজ্য বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠক কার্যত বয়কট করল বিরোধীদল বিজেপি। এদিনের বৈঠকে বাজেট অধিবেশনের প্রস্তুতি নিয়ে সর্বদল বৈঠকও ডাকা হয়। তাতেও গরহাজির ছিল বিরোধী দল বিজেপি। 

আরও পড়ুন:Madhyamik Exam 2023: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কবে দেবে? জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের আদিবাসী ভোট ব্যাঙ্কের সিংহভাগ দখলে চলে গিয়েছিল বিজেপির। কিন্তু বিধানসভা নির্বাচনে সেই ভোট বেশ কিছুটা নিজেদের দিকে ফেরাতে পেয়েছিল তৃণমূল। গত বছর দেশের রাষ্ট্রপতি পদে আদিবাসী জনজাতি সম্প্রদায়ভুক্ত দ্রৌপদী মুর্মুকে বসিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। তারপর থেকে গেরুয়া শিবির দেশের বিভিন্ন প্রান্তের আদিবাসী ভোট আগামী লোকসভা নির্বাচনে তাদের ঝুলিতে আনার জন্য তৎপর হয়েছে।কেন্দ্রীয় বাজেটেও আদিবাসী জনজাতি উন্নয়নের জন্য মোটা টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রের বিজেপি সরকারের এই পদক্ষেপকে মাথায় রেখে রাজ্য সরকারও আদিবাসী সম্প্রদায়ের সারি এবং সারনা ধর্মকে মান্যতা দিতে চলেছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। তবে তৃণমূল পরিষদীয় দলের দাবি, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
পায়ে পায়ে ধর্মযুদ্ধে | মালদহে মমতা ও শুভেন্দুর জোড়াসভা থেকে উত্তরবঙ্গে অভিষেকের সভা, রোড শো
04:24
Video thumbnail
Suvendu Adhikari | দলীয় প্রার্থীদের হয়ে মালদায় জোড়া সভা থেকে কী বার্তা শুভেন্দুর?
03:43
Video thumbnail
Mamata Banerjee | মালদহে জোড়া সভা করবেন মমতা, দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারে তৃণমূল নেত্রী
03:54
Video thumbnail
Adhir Chowdhury | ফের মুর্শিদাবাদের নওদায় অধীরকে গো ব্যাক স্লোগান, হাতাহাতিতে কংগ্রেস-তৃণমূল
09:24
Video thumbnail
Election 2024 | গাঙ্গুটিয়ার বনবস্তির বুথে এবারে শেষ বারের মত ভোট দিলেন ৩০৫জন ভোটার
06:54
Video thumbnail
Mamata Banerjee | আজ মালদহে পৃথক জনসভা মমতার, দিনভর আর কী থাকছে, দেখুন ভিডিওতে
02:03
Video thumbnail
Bhangar News | 'আরাবুল জেলে হলে, শওকত বাইরে কেন? পোস্টার ঘিরে রাজনৈতিক তরজা
09:05
Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | কোচবিহারের ভোটে কেন শুধু কেন্দ্রীয় বাহিনী? প্রশ্ন মমতার
04:56
Video thumbnail
আমার শহর (Amar Sahar) | বাঁকুড়ায় প্রচারে অভিনবত্ব, প্রচারে নামলেন দলের কনিষ্ঠ কর্মীরা
02:16
Video thumbnail
Mamata Banerjee | মালদহে জোড়া সভা করবেন তৃণমূলনেত্রী, দিনভর আর কী থাকছে, দেখুন ভিডিওতে
02:18