ভাঙড়: ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের (Bhangor TMC) মিছিলের (Michil) জন্য এবার স্বতঃপ্রণোদিত মামলা (Suo Moto Case) করল পুলিশ। গন্ডগোলের আশঙ্কা থাকা সত্ত্বেও পুলিশের কোনও বৈধ অনুমতি ছাড়া বৃহস্পতিবার মিছিল ও সভা করে তৃণমূল কংগ্রেস। যেখানে উপস্থিত ছিলেন নবনিযুক্ত ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা (Canning East MLA Saokat Molla), আরাবুল ইসলাম, কাইজার আহমেদরা।
২১ জানুয়ারি হাতিশালায় তৃণমূল এবং আইএসএফের মধ্যে খণ্ডযুদ্ধের ঘটনার পর আইনশৃঙ্খলার অবনতি হতে পারে, এই মর্মে কোনও রাজনৈতিক কর্মসূচির অনুমতি দিচ্ছিল না প্রশাসন।
গত রবিবার পুলিশের অনুমতি ছাড়া এলাকায় ব্যাপক লোকজন নিয়ে মিছিল করেছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী (ISF MLA Nawsad Siddique)। তারপর বৃহস্পতিবার বিকালে ভাঙড়ের বড়ালি থেকে ঘটকপুকুর পর্যন্ত পালটা মিছিল করল তৃণমূল। তৃণমূলের মিছিলের পর ভাঙড় থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করে বলে পুলিশ সূত্রে খবর।
বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত সুপার মাকসুদ হাসান বলেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে শওকত বলেন, পুলিশের অনুমতি চাওয়া হয়েছিল। প্রশাসন দেয়নি। প্রশাসন চাইলে আইনানুগ ব্যবস্থা নিতে পারে। আমরা শুধু মৌন মিছিল করেছি।
শেয়ার করুন