২০ মার্চ ২০২৩, সোমবার,
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
K T V Clock
ক্ষমা না চাইলে রাহুলকে কথা বলতে দেবে না বিজেপি
Privilege Motion Against Modi | মোদির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব কংগ্রেসের, সংসদ মুলতুবি
কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শুভেন্দু ঘোষ
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৩, ২:২৮ অপরাহ্ন
ফাইল ছবি

নয়াদিল্লি: রাহুল গান্ধীকে (Rahul Gandhi) 'ক্ষমা' চাইতে হবে। বিজেপির এই দাবির পালটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব (Privilege Motion) আনল কংগ্রেস (Congress)। শুক্রবারও একইভাবে শাসক-বিরোধী হট্টগোলে সংসদের দুই কক্ষই মুলতুবি হয়ে যায়। আগামী সোমবার ফের সংসদ (Parliament) বসবে। এদিকে, বিজেপি সূত্রে জানা গিয়েছে, রাহুল গান্ধী ক্ষমা না চাওয়া পর্যন্ত তারা তাঁকে লোকসভায় কথা বলতে দেবে না।

রাজ্যসভায় শুক্রবার কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে অপমানজনক মন্তব্য করার অভিযোগ তুলে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনেন। গত সংসদ অধিবেশনে এক ভাষণে মোদি সোনিয়া ও রাহুল প্রসঙ্গে বিরূপ মন্তব্য করেন বলে কংগ্রেসের অভিযোগ। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে মোদি গান্ধী পরিবারকে সরাসরি আক্রমণ করেন। মোদি বলেন, কেন তাঁরা নেহরু পদবি ব্যবহার করতে লজ্জা পান। ইন্দিরা গান্ধী অ-কংগ্রেসি সরকার ফেলতে ৩৫৬ ধারার অপপ্রয়োগ করেন বলেও সমালোচনা করেন তিনি।

আরও পড়ুন: Rahul Gandhi | রাহুল গান্ধীকে নোটিস পাঠাল দিল্লি পুলিশ

মোদির মন্তব্য উল্লেখ করে বেণুগোপাল নোটিসে লিখেছেন, এ ধরনের কথায় প্রাথমিকভাবে বোঝাই যাচ্ছে যে, উপহাসের ছলে যা বলা হয়েছে তা কেবলমাত্র অপমানজনকই নয়, নেহরু পরিবারের বিশেষত লোকসভা সদস্য সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর ভাবমূর্তি হননকারী। তিনি আরও বলেছেন, মোদির জানার কথা যে বাবার পদবি বিবাহিত মেয়েরা ব্যবহার করে না। অথচ, তিনি এটা নিয়ে কটাক্ষ করেছেন।

এদিনও সংসদের দুই কক্ষেই আদানি এবং রাহুলের ক্ষমা চাওয়ার বিষয় নিয়ে তুমুল হট্টগোল শুরু হয়। প্রসঙ্গত, তুমুল হট্টগোলে বৃহস্পতিবারও ভেস্তে যায় সংসদের (Parliament) কাজ। বিদেশের মাটিতে রাহুল গান্ধীর (Rahul Gandhi) 'ভারত-বিরোধী' মন্তব্যকে কেন্দ্র করে শাসকদল বিজেপি (BJP) এদিনও মুখিয়ে ওঠে। অন্যদিকে, বিরোধী দলগুলি আদানি ইস্যুতে (Adani Row) আলোচনা, যৌথ সংসদীয় কমিটি (JPC) গঠন ও সংসদে তাদের কণ্ঠরোধের চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়ে। প্রথমবার মুলতুবির পর দুপুর ২টোয় অধিবেশন বসার ১ মিনিটের মধ্যে সভা ভণ্ডুল হয়ে যায়। উল্লেখ্য, বিদেশ থেকে ফেরার পর গতকালের পর এদিনও লোকসভায় আসেন রাহুল গান্ধী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাকে বলার সুযোগ দিলে আমি বলব।

উল্লেখ্য, সোমবার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের সূচনাপর্বেই শাসক-বিরোধীদের তুমুল হট্টগোল বাধে। প্রায় প্রতিদিনই সভার কাজ পণ্ড হয়ে যায়। রাজ্যসভায় (Rajya Sabha) কংগ্রেস দলনেতা মল্লিকার্জুন খাড়্গের ডাকা কৌশল রূপায়ণের বৈঠকে কোনওদিনই হাজির থাকেনি তৃণমূল। বুধবার কংগ্রেসের নেতৃত্বে ইডি-র সদর দফতর অভিযানে কংগ্রেসের (CONG) সঙ্গে ১৬-১৭টি বিরোধী দল একযোগে যোগ দিলেও সেখানেও তৃণমূল ছিল না।

Tags : Parliament Budget Session 2023 Rahul Gandhi PM Narendra Modi Privilege Motion

0     0
Please login to post your views on this article.LoginRegister as a New User

শেয়ার করুন


© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.