কলকাতা: ২০১৫ সালের ৩১ মে। এই দিনেই বেঙ্গালুরু-কে হারিয়ে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। সেই সময়ের মোহনবাগান অধিনায়ক ছিলেন শিল্টন পাল (Shilton Paul)। এবারও আইএসএল (ISL) ফাইনালে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)-র মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। খেতাবি লড়াইয়ে কতটা ফেভারিট সবুজ-মেরুন? আই লিগ জয়ী মোহনবাগান অধিনায়ক শিল্টন পাল বলেন, ‘প্রীতমের হাতে আমি ট্রফি দেখতে চাই। তবে একইসঙ্গে এটাও বলব আবেগ দিয়ে ফুটবল খেলা হয় না। টানা জিতে খেতাবি লড়াইয়ের সামনে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ দলে মোহনবাগানের হয়ে খেলে যাওয়া রয় কৃষ্ণা, প্রবীর দাসেরা রয়েছেন। এটিকে মোহনবাগানের দুর্বলতা সম্পর্কে তাঁরা ভালোভাবেই ওয়াকিবহল। একইসঙ্গে সুনীল ছেত্রীর কথাও বলতে হবে। তাঁর উপস্থিতিই দুটি দলের মধ্যে পার্থক্য গড়ে দেওয়ার জন্য যথেষ্ট।’
অন্যদিকে, এটিকে মোহনবাগানের জয়ের ব্যাপারে আশাবাদী প্রাক্তন মোহনবাগান তারকা এবং সুনীল ছেত্রীর শ্বশুর সুব্রত ভট্টাচার্য। একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘রক্ষণে কিছুটা হলেও দুর্বল মোহনবাগান। তবে ধারে ও ভারে অনেকটাই এগিয়ে প্রীতম কোটালরা। আমি দীর্ঘদিন এই দলের হয়ে খেলেছি। তাই স্বাভাবিক ভাবেই আমার সমর্থন সবুজ-মেরুনের দিকেই থাকবে। সুনীলের সঙ্গে আমার কোনও কথা হয়নি। তবে আমার স্ত্রী গোয়া যাবে।’
আরও পড়ুন: India vs Australia 2023: টসে জিতে বোলিং ভারতের, দলে এলেন কুলদীপ
বৃহস্পতিবার দুপুরেই গোয়া পৌঁছে গিয়েছে দল। শুক্রবার অনুশীলন হবে। শনিবার ফতোরদা স্টেডিয়ামে ফাইনাল। উল্লেখ্য, এর আগে এটিকে তিনটি আইএসএল জিতেছে। কিন্তু মোহনবাগানের সঙ্গে সংযুক্তিকরণের পর তারা এক বার ফাইনালে উঠেছে, ট্রফি জিততে পারেনি। এ বার অধরা স্বপ্ন পূরণ করার তাগিদ রয়েছে তাদের। মোহনবাগানের পক্ষে আশার খবর, আশিক কুরুনিয়নের অনুশীলনে ফেরা। বৃহস্পতিবার সকালে দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করেছেন তিনি। পরে বলেছেন, 'দুটো সেমিফাইনালে চোটের জন্য খেলতে পারিনি। ফাইনালে সর্বশক্তি দিয়ে ঝাঁপাব।'
সবুজ-মেরুনের ডিফেন্ডার স্লাভকো দামিয়ানোভিচ বলেছেন, ‘এর আগে সার্বিয়া, মন্টেনেগ্রো, দক্ষিণ আফ্রিকা বা হাঙ্গেরিতে বেশ কয়েক বার লিগ বা কাপ জিতেছি। ভারতে এই প্রথম কোনও ট্রফি জয়ের সামনে আমরা। কোনও মতেই হাতছাড়া করতে চাই না। দুই মেয়ে এবং ছেলে আবদার করেছে ট্রফির। আমি সেটা ওদের উপহার দিতে চাই।’ তিনি আরও বলেন, ‘বেঙ্গালুরু ভাল দল। আক্রমণভাগ শক্তিশালী। রয় কৃষ্ণকে চিনি। আগে ওর বিরুদ্ধে খেলেছি। বেশ ভাল ফুটবলার। নিজেদের খেলা খেলতে পারলে আমরাই চ্যাম্পিয়ন হব।’
শেয়ার করুন