মুম্বই: ওয়াংখেড়েতে প্রথম ইনিংস শেষে ভালো জায়গায় ভারত। অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে যায় ১৮৮ রানে। এদিন ব্যর্থ ওপেনার ট্রেভিস হেড। মাত্র ৫ রানে সিরাজের বলে বোল্ড হয়ে যান এই অজি ওপেনার। তবে অপর ওপেনার মিচেল মার্শ আক্রমণাত্মক ব্যাটিং করেন। ৬৫ বলে ৮১ রান করেন। মারেন ১০টি চার এবং ৫টি ছয়। স্ট্রাইক রেট ১২৪.৬২। এরপরে ২২ রান করে সেট হওয়ার পর আউট হয়ে যান স্টিভ স্মিথ। জন ইঙ্গলিস ২৬ এবং ক্যামেরন গ্রিন করেন ১২ রান। ব্যাট হাতে ব্যর্থ গ্লেন ম্যাক্সওয়েল (৮) এবং মার্কাস স্টয়নিস (৫)।
ভারতীয় বোলারদের দুর্দান্ত পারফর্ম করেন মহম্মদ শামি। সিরাজ এবং শামি নেন ৩টি করে উইকেট। রবীন্দ্র জাডেজা নেন ২টি উইকেট। পান্ডিয়া এবং কুলদীপ যাদব নেন ১টি করে উইকেট।
প্রসঙ্গত, এদিন টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। টসে জিতে ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেন, ‘আমরা বোলিং নিতে চাই। দ্বিতীয় ইনিংসে শিশির ম্যাচে প্রভাব ফেলতে পারে। তাই তখন ব্যাটিং করাটাই শ্রেয়। অন্যদিকে, অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ বলেছিলেন, ‘টসে হেরে খুব বেশি ক্ষতি হয়নি। প্রথমে ব্যাটিং পেয়ে আমরা খুশি। অ্যালেক্স ক্যারে অসুস্থ থাকার দরুন দেশে ফিরে গিয়েছেন।’
আরও পড়ুন: India vs Australia 2023 | টসে জিতে বোলিং ভারতের, দলে এলেন কুলদীপ
ভারতের চূড়ান্ত একাদশ-
শুভমান গিল, ঈশান কিষাণ, বিরাট কোহলি, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি
আজ তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে খেলতে নেমেছে ভারত। যুজবেন্দ্র চাহলকে বসিয়ে নেওয়া হয়েছে কুলদীপ যাদবকে। এছাড়া দলে প্রত্যাবর্তন কেএল রাহুল এবং সূর্যকুমার যাদবের।
অস্ট্রেলিয়ার চূড়ান্ত একাদশ-
ট্রেভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মারনাস লাবুশানে, জোশ ইঙ্গলিস, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, শন অ্যাবট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা
শেয়ার করুন