২০ মার্চ ২০২৩, সোমবার,
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
K T V Clock
CV Ananda Bose Meets Amit Shah | অমিত-আনন্দ কথা, বাংলা নিয়ে কি নালিশ জানালেন রাজ্যপাল?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শুভেন্দু ঘোষ
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৩, ৫:১৬ অপরাহ্ন
ফাইল ছবি

নয়াদিল্লি: রাজ্যপাল সিভি আনন্দ বোসের (WB Governor CV Ananda Bose) সঙ্গে রাজ্য প্রশাসনের সম্পর্ক নিয়ে যখন বিস্তর জল্পনা, ঠিক তখনই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে সাক্ষাৎ রাজ্যপালের। সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) উপস্থিতিতে রাজ্যপালের হাতেখড়ি নিয়ে নতুন সমীকরণ তৈরি হয়। রাজ্যপাল যে বাংলা শিখতে আগ্রহ প্রকাশ করেছেন, তার জন্য তাঁকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।

এর পরপরই রাজভবনের সঙ্গে নবান্নের (Nabanna) সংঘাত বড় মাত্রা নেয় প্রধান সচিব নিয়ে। সেই সংঘাত এখনও মেটেনি। নন্দিনী চক্রবর্তীকে প্রধান সচিবের পদ থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোস সরিয়ে দেওয়ার পরে এখনও পর্যন্ত রাজভবনের ওই গুরুত্বপূর্ণ পদ খালি। রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের যোগাযোগের প্রধান কাজটাই করে থাকেন প্রধান সচিব। এই পরিস্থিতিতে শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন আনন্দ। বিজেপি সূত্রে খবর, এই বৈঠকে রাজ্যপাল বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট দিয়েছেন শাহকে। দু’জনের সাক্ষাতের খবর স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষে জানানো হলেও কী কী নিয়ে আলোচনা, তা অবশ্য সরকারি ভাবে জানানো হয়নি।

আরও পড়ুন: Recruitment Scam | প্রভাবশালীর নির্দেশে কাজ করতাম, জেরায় স্বীকার শান্তনুর

এছাড়াও ডিএ ইস্যুতে গত কয়েক সপ্তাহ ধরেই উত্তাল রাজ্য রাজনীতি। ডিএ-র দাবিতে বিক্ষোভে শামিল হয়েছেন সরকারি কর্মীদের একাংশ। স্কুল শিক্ষকদের একাংশও একই দাবিতে সরব। এর মধ্যেই চলছে নিয়োগ দুর্নীতির তদন্ত। সেই তদন্ত যত এগোচ্ছে, নতুন নাম সামনে আসছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এই সকল বিষয় নিয়েই রাজ্য রাজনীতি এখন সরগরম। এসব বিষয়ও উঠে আসতে পারে অমিত শাহ ও সিভি আনন্দ বোসের সাক্ষাতে।

গত মাসেও দিল্লি সফরে গিয়েছিলেন রাজ্যপাল। সেবার তিনি বৈঠক করেছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে। এ রাজ্যের ব্যাপারে অনেক কিছু জেনেওছিলেন প্রাক্তন রাজ্যপালের কাছ থেকে। তার পর বিভিন্ন বিষয়ে সজাগ ভূমিকা দেখা গিয়েছিল আনন্দ বোসের। এবার দিল্লি গিয়ে তিনি সাক্ষাৎ করলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এই দিকেই এখন নজর বাংলার রাজনৈতিক মহলের।

তবে রাজনৈতিক শিবিরের বক্তব্য, পঞ্চায়েত নির্বাচনের আগে শুক্রবারের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ তুলে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোটের দাবি তুলেছে রাজ্য বিজেপি। সেই দাবি পৌঁছেছে রাজভবনেও। মনে করা হচ্ছে, শাহের সঙ্গে সে বিষয়ে কথাও হয়েছে আনন্দের। তবে রাজভবন-নবান্ন সম্পর্কের বিষয়টিই বৈঠকে প্রাধান্য পেয়ে থাকতে পারে। এর আগে রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক সারেন আনন্দ। বৃহস্পতিবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গেও দেখা করেন আনন্দ।

Tags : WB Governor CV Ananda Bose CM Mamata Banerjee Panchayat Vote Nabanna রাজ্যপাল সিভি আনন্দ বোস মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ

0     0
Please login to post your views on this article.LoginRegister as a New User
ATANKOBADIBJP-R-MUKHE-GUMOOT
5 hours ago

CHOR CHODA BHAROTIYO HIZRA PARTY LOMFALANI ABHIJOG SONATONI RASTRABADI PARTY TMC HAGA POD MUCHE HIZRA NETAR MUKHE CHURE MERECHE.

শেয়ার করুন


© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.