২০ মার্চ ২০২৩, সোমবার,
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
K T V Clock
পরীক্ষা দিতে যাওয়ার সময় দুর্ঘটনা
Road Accident | সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে হাপাতালেই চললো উচ্চমাধ্যমিক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  রচনা মণ্ডল
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৩, ২:৩০ অপরাহ্ন
বনগাঁ

বনগাঁ: পরীক্ষা দিতে যাওয়ার সময় বাইক স্কিট করে দুর্ঘটনার কবলে পরে দুই পরীক্ষার্থী। এক মুহূর্ত দেরি না করে তাঁদের দুজনকেই উদ্ধার করে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার জেরে গুরুতর আঘাত পায় তারা। কিন্তু তার সত্বেও ব্যথা, যন্ত্রনাকে উপেক্ষা করে শেষমেশ হাসপাতালে বসেই পরীক্ষা দেয় ছবিরা ও তামান্না নামের ওই দুই ছাত্রী। 

আজ সকাল ৯ টার উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার মাটিয়াগাছি এলাকার ঘটনা। স্থানীয় সূত্রের খবর, তামান্না এবং ছবিরাকে বাইকে চাপিয়ে তাদের পরিবারেরই একজন সদস্য পরীক্ষা সেন্টারের দিতে যাচ্ছিলেন। কল্যাণগড় বালিকা বিদ্যালয়ে সিট্ পড়েছিল তাদের। এদিকে, বাইকে কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে রাস্তাকে ধারের মাটি রাস্তার উপরে চলে আসে। যার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তাতেই স্কিট করে তাদের বাইক। মুহূর্তের মধ্যে গাড়ি থেকে ছিটকে পরে তারা। ঘষা খেয়ে হাতে পায়ে চোট পায় তারা। তার মধ্যে তামান্নার অবস্থা গুরুতর। মাথায় আঘাত  পেয়েছে সে।

আরও পড়ুন: SSC Group C | Srikanta Mahata | ভাইয়ের চাকরি বেআইনি প্রমাণিত হলে মন্ত্রীত্ব ছেড়ে দেব, দাবি শ্রীকান্তর

দেরি না করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শুরু করা হলে চিকিৎসকরা জানান, তামান্নার মাথায় আঘাত লাগার কারণে তার সিটি স্ক্যান করতে হবে।  কিন্তু ছবিরা বা তামান্নার দু'জনেরই জীবনের বড় পরীক্ষা। করোনার কারণে মাধ্যমিক দেয়নি তাই এটাই তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। সেই কথাটাই মাথায় রেখে, সমস্ত যন্ত্রনাকে উপেক্ষা করে পরীক্ষা দেবে বলে অনুরোধ করে। কিন্তু তাদের দুজনেরই আঘাত গুরুতর হওয়ায়, হাসপাতালেই তাদের পরীক্ষার ব্যবস্থা করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন পরীক্ষা শেষ হওয়ার পরেই তামান্নার সিটি স্ক্যান করা হবে এবং তার কতটা আঘাত গুরুতর তা তখনই বোঝা সম্ভব তবে অসুস্থ অবস্থায় এই দুই ছাত্রী পরীক্ষা দেওয়া নিয়ে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা।
 

Tags : Exam Hospital Road Accident বনগাঁ

0     0
Please login to post your views on this article.LoginRegister as a New User

শেয়ার করুন


© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.