২০ মার্চ ২০২৩, সোমবার,
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
K T V Clock
ইসলামাবাদে হাইকোর্টে হাজিরা ইমরানের
Imran Khan | ইমরান খানের জামন পার্কের বাড়ি তালা ভেঙে ঢুকল পুলিশ 
কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  পবিত্র ত্রিবেদী
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৩, ৫:০৫ অপরাহ্ন

লাহোর: পাকিস্তানের  পুলিশ প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) বাড়ি তালা ভেঙে ঢুকল। তিনি অবশ্য ততক্ষণে ইসলামাবাদে হাইকোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই ঘটনায় ইমরান খান বলেছেন, পাঞ্জাব পুলিশ (Punjab Police) জামন পার্কে (Zaman Park) আমাদের বাড়িতে হামলা করেছে। যেখানে বুশরা বেগম (Bushra Begum) একা রয়েছেন। ইমরান খান শনিবার দুর্নীতি মামলায় ইসলামাবাদে একটি কোর্টের (Court) শুনানিতে হাজির হতে যান। সেসময় তাঁর জামনপার্কের বাড়িতে যায় পুলিশ। জামানপার্কের বাড়ি ঘিরে রেখেছিল প্রচুর তেহরিক-ই-ইনসাফ (Tehreek-e-insaf) পার্টির সমর্থকরা। পুলিশ ঢুকতে গেলে পুলিশকে বাধা দেওয়া হয়। পুলিশকে ইমরান খানের পার্টি তেহরিক ই ইনসাফ পার্টির সমর্থকদের ব্যারিকেড ভেঙে ঢুকতে হয়। এই ঘটনায় অন্ততপক্ষে ১০ জন তেহরিক ই ইনসাফ পার্টির সমর্থক জখম হন। ৩০ জনকে গ্রেফতার করা হয়। 

ইমরান খানের তরফে একটি ভিডিও টুইট করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ইমরানের বাড়িতে তাঁর সমর্থকদের পুলিশ লাঠিচার্জ করছে। ইমরান খান টুইট করেছেন, কোন আইনে এটা করা হচ্ছে? এটাকে তিনি নওয়াজ শরিফের লন্ডন প্ল্যান বলে অভিহিত করেছেন।এর আগে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পরে পুলিশ একাধিকবার ইমরান খানকে গ্রেফতারের চেষ্টা করে। কিন্তু, সমর্থকদের বাধায় তা সম্ভব হয়নি। একাধিকবার গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান চালিয়ে খালি হাতে ফিরতে হয়েছে পুলিশকে। এই সপ্তাহের শুরুর দিকে নিরপত্তারক্ষীরা কাঁদানে গ্যাসের শেল ফাটায়। তারপরেও তা সম্ভব হয়নি। সেখানে শয়ে শয়ে ইমরানের খানের সমর্থকরা তাঁর বাড়িকে কর্ডন করে রেখেছিল। যাতে ইমরান খানকে গ্রেফতার না করা হয়। ইসলামাবাদ হাইকোর্ট গতকাল ইমরানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা শনিবার পর্যন্ত সাসপেন্ড করে। ফলে এই সময় পর্যন্ত ইমরান খানকে গ্রেফতার করা যাবে না। ইমরান খানকে কোর্টে এসে হাজির হওয়ার একটি সুযোগ দেওয়া হয়। ইমরানের বিরুদ্ধে

আরও পড়ুন: Pakistan | IATA | বকেয়া পড়ে অর্থ, বন্ধ হওয়ার পথে পাকিস্তানে আন্তর্জাতিক উড়ান পরিষেবা

অভিযোগ হচ্ছে, তিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালীন যেসব গিফট পেয়েছিলেন তা তিনি নিজের স্বার্থে বিক্রি করেছেন। ইমরানের আইনজীবী আদালতকে জানিয়েছিলেন, ইমরান খান শনিবার আদালতে হাজির হবেন। সেই মতো এদিন তিনি ইসলামাবাদ হাইকোর্টে যান। ইমরানের উপর গত নভেম্বর মাসে গুলি চলে। তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন। তবে তিনি বলেছেন, আগের চেয়ে তাঁর জীবনে ঝুঁকি বেড়েছে। অনাস্থা ভোটে ইমরান খানকে ক্ষমতা থেকে সরানো হয়। তিনি আগাম নির্বাচন চান। তাই নিয়ে লড়াই করছেন। এমনিতে তাঁর বিরুদ্ধে প্রচুর মামলা দায়ের করা হয়েছে। 

Tags : Imran Khan Tehreek e insaf Zamanpark ইমরান খান তেহরিক ই ইনসাফ পাকিস্তান

0     0
Please login to post your views on this article.LoginRegister as a New User

শেয়ার করুন


© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.