লখনউ: উত্তর প্রদেশের (Uttar Pradesh) সম্ভল জেলায় হিমঘরের (Cold Storage) ছাদ ভেঙে ১৪ জনের মৃত্যুর ঘটনায় তার দুই মালিককে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ (Police)। উত্তরাখণ্ডের (Uttarakhand) হলদওয়ানি থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। সম্ভলের জেলাশাসক মনীশ বনসল ( Manish Bansal) শনিবার সকালে জানিয়েছেন, ওই হিমঘরের মালিক রোহিত আগরওয়াল এবং অঙ্কিত আগরওয়ালকে উত্তরাখণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে। দুজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
গত বৃহস্পতিবার সম্ভল জেলার চান্দৌসি থানার ইন্দিরা নগর রোডের ধারে ওই হিমঘরের ছাদ ভেঙে পড়ে। সেই ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়। বেশ কয়েকজন আহত হন। ধ্বংসাবশেষ সরিয়ে তাঁদের উদ্ধার করা হয়। অভিযোগ, আগেই থেকেই খুব একটা ভাল অবস্থাতে ছিল না হিমঘরটি। হিমঘরের মালিক অঙ্কুর আগরওয়াল এবং রোহিত আগরওয়ালের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। দুর্ঘটনার পরই অঙ্কুর এবং রোহিত পালিয়ে যান বলে পুলিশ জানায়। আগেই অবশ্য হিমঘরের চার কর্মীকে আটক করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য।
আরও পড়ুন:Amritpal Singh | পুলিশের হাতে আটক অমৃতপাল সিং, ইন্টারনেট পরিষেবা স্তব্ধ পাঞ্জাবে
পুলিশ জানায়, প্রশাসনের প্রয়োজনীয় অনুমতি ছাড়াই মাত্র তিন মাস আগে ধসে পড়া ওই ছাদটি তৈরি করা হয়েছিল। স্থানীয়রা জানান, হিমঘরটির অবস্থাও এমনিতে খুবই সঙ্গিন ছিল। ছাদে প্রচুর পরিমাণে আলুর বস্তা মজুদ করা ছিল। পুলিশ মনে করছে অতিরিক্ত ভার বহন করতে না পেরেই ছাদটি হুড়মুড় করে ভেঙে পড়ে। নিচে তখন অনেকেই কাজ করছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় হিমঘরের ১৪ কর্মীর। ধ্বংসাবশেষ সরিয়ে হতাহতদের উদ্ধার করে দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী।
এদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সেদিনই ওই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সরকারি স্তরে একটি কমিটি গঠন করেছিলেন। রাজ্য সরকার মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসার কথা ঘোষণা করা হয়েছে। সরকার বিভাগীয় কমিশনারের নেতৃত্বে এবং মোরাদাবাদের ডিআইজির সমন্বয়ে গঠিত তদন্ত কমিটিকে দ্রুত রিপোর্ট জমা দিতে বলেছে।
শেয়ার করুন