1
2
3
4
5
6
7
8
9
10
11
12
K T V Clock
গঠন হল সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ
Migrant Workers Welfare Board | পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ গড়ল রাজ্য
কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published by:  পবিত্র ত্রিবেদী
  • Update Time : 27-03-2023, 6:30 pm

কলকাতা:পরিযায়ী শ্রমিকদের জন্য পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ বা মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড গঠন করা হল।  সোমবার মন্ত্রিসভার বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) চিহ্নিত করা, তাঁরা কোন রাজ্যে কী কাজ করছেন, পরিবারের আর্থিক অবস্থা (Financial Condition) কীরকম, এই সব কিছুই দেখভাল করবে এই পর্ষদ (Board)। আইনমন্ত্রী মলয় ঘটককে এই বোর্ডের চেয়ারম্যান (Chairman) করা হয়েছে। 

পরিযায়ী শ্রমিকের সঠিক সংখ্যা নিয়ে রাজ্যের কাছে কোনও তথ্য নেই। শুধু এই রাজ্যই নয়। সব রাজ্যেরই একই অবস্থা। এমনকী কেন্দ্রীয় সরকারের (Central Government) কাছেও এ ব্যাপারে কোনও পরিষ্কার তথ্য পরিসংখ্যান নেই। ২০২০ সালে করোনা (Corona) পর্বে পরিযায়ী শ্রমিকদের কী ভয়ঙ্কর অবস্থার মধ্য দিয়ে চলতে হয়েছিল তা দেশবাসীর অজানা নয়। পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। সেই প্রেক্ষাপটেই রাজ্য সরকার এদিন পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ গড়ার সিদ্ধান্ত নিয়েছে বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর। 

আরও পড়ুন: Calcutta Highcourt | মুর্শিদাবাদের স্কুলে বেনিয়ম নিয়ে সিআইডি তদন্তে রুষ্ট বিচারপতি

এদিন মন্ত্রিসভার বৈঠকে সংখ্যালঘু উন্নয়ন পর্ষদও গঠনের সিদ্ধান্ত হয়েছে। বর্তমান রাজ্য সরকার ক্ষমতা এসেই সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ গঠন করেছিল। এটি দ্বিতীয়  সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ। সংখ্যালঘুদের উন্নয়নের জন্য নতুন করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি সাগরদিঘিতে উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী ভোটে জয় পেয়েছে। তাতেই অনেকেই বলতে শুরু করেছেন সেখানে সংখ্যালঘু ভোট তৃণমূলের থেকে সরে এসেছে। সেখানে ৬৭ শতাংশ সংখ্যালঘু ভোট। সেজন্য ২৭ হাজার মার্জিনে জয় পেয়েছে কংগ্রেস। তারপরে সেখানকার ভোটের হারের কারণ খতিয়ে দেখতে কমিটি গড়ে তৃণমূল। রাজনৈতিক মহল মনে করছে, সংখ্যালঘুদের কাছে টানতেই নতুন এই পর্ষদ গঠন করা হল।  সংখ্যালঘুদের উন্নতি, তাঁদের কাজকর্ম সবকিছুই খতিয়ে দেখবে এই বোর্ড। 

বিভিন্ন নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ ওঠে তাঁরা অনেক সময় স্বাস্থ্যসাথী কার্ড নিতে চায় না। রোগীদের যার জেরে হয়রান হতে হয়। এবার  নার্সিংহোমগুলো স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছে কী না তার ওপর নজরদারি চালানোর জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কাবিনেট বৈঠকে। এই পিএমইউর সাহায্যে নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যাখ্যান করছে কি না তার উপর নজরদারি করা হবে। কী তাদের অসুবিধা এবং তাদের প্রত্যাখ্যান করা হলে সঙ্গে সঙ্গে তার উপর ব্যবস্থা নেওয়া সবকিছুই নজর রাখবে এই ইউনিট। চা বাগানের ক্ষেত্রে সব  চা বাগানকে নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের ক্যাবিনেট বৈঠকে।

Tags : Migrant Workers Welfare Board Minority Development Board Project Management Unit সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্যদ নবান্ন চাবাগান মন্ত্রিসভা

0     0
Please login to post your views on this article.LoginRegister as a New User

শেয়ার করুন


© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.