কলকাতা: আরজি কর কাণ্ড নিয়ে তিনটি মামলা দায়ের কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে। নতুন করে বিড়ম্বনায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সহ বহু দুর্নীতির মামলায় ইডির তদন্ত চেয়ে মামলার আবেদন বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের এজলাসে। মামলা দায়ের করার অনুমতি আদালতের।
বুধবার ওই সংক্রান্ত দু’টি বিষয়ে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। এর মধ্যে একটি করেছেন আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। তিনিই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ আনেন। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলায় ইতিমধ্যেই সিবিআইয়ের ম্যারাথন জেরার মুখে পড়েছেন সন্দীপ। আখতারের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি হাই কোর্টে জানান, আরজি করের আর্থিক দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তদন্ত চাইছেন তাঁরা। বুধবার ওই আবেদন করা হয় বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে। আখতার তাঁর নিরাপত্তার আবেদনও করেন। বিচারপতি ভরদ্বাজ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। এর পরেই আরজি করের আর্থিক দুর্নীতি নিয়ে দ্বিতীয় আবেদনটি জমা পড়ে প্রধান বিচারপতি শিবজ্ঞানমের এজলাসে।
এদিকে পরিবারের নিরাপত্তা চেয়ে আরজি করের বিতর্কিত প্রাক্তন অধিকর্তা সন্দীপ ঘোষ হাইকোর্টে। মামলায় অভিযোগ, তাঁর বাড়িতে স্ত্রী, বৃদ্ধ শ্বশুর-শ্বাশুড়ি সহ অন্যরা থাকেন। বর্তমান আবহে তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন। সরকারি কৌঁসুলি না থাকায় বেলা ২টোয় মামলার শুনানি বিচারপতি ভরদ্বাজের এজলাসে।
আরও পড়ুন: পুলিশের কাছে দেওয়া অভিযোগপত্রে উল্লেখ নেই খুনের, চাঞ্চল্যকর তথ্য
দেখুন আরও অন্যান্য খবর: