কলকাতা: একাধিকবার তলব করলেও হাজিরা এড়িয়ে গিয়েছিলেন রাজভবনের (Raj Bhaban) তিন কর্মী। অবশেষে মঙ্গলবার হেয়ার স্ট্রিট (Hare Street PS) থানায় হাজিরা দেন তাঁরা। বিশেষ তদন্তকারী দলের জিজ্ঞাসাবাদে নিগৃহীতাকে আটকানোর অভিযোগ অস্বীকার করেন তাঁরা। তবে একই সঙ্গে স্বীকার করে নেন, সেদিন রাজ্যপালের ঘর থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসেন ওই মহিলা।
দীর্ঘ পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ওই তিনজন জানান, প্রথম সুপারভাইজারকে নিয়ে রাজ্যপালের (Governor) ঘরে যান ওই মহিলা। সুপারভাইজার আগে বেরিয়ে আসে এবং কিছুক্ষণ পরে কাঁদতে কাঁদতে ওই মহিলা বেরিয়ে আসেন। তিনি অভিযোগ করেন যে রাজ্যপাল তাঁর শ্লীলতাহানি করেছেন, পিওনকে তিনি এ কথাও বলেন, “আপনার মেয়ের সঙ্গে এরকম হলে আপনি কী করতেন?”
আরও পড়ুন: কমিশনের নির্দেশের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি অভিজিতের
তবে রাজভবনের কর্মীরা জানিয়েছেন, তাঁরা কারও নির্দেশে ওই মহিলাকে আটকাননি। তিনি কান্নাকাটি করছিলেন বলেই তাঁকে শান্ত করার জন্য কিছুক্ষণ বসিয়ে রাখা হয়েছিল, ওসি আউটপোস্টে যেতে আটকানো হয়নি।
রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন ওই মহিলা। এই ইস্যুতে উত্তাল হয় রাজ্য রাজনীতি। ২ মে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন তিনি। মহিলার অভিযোগ ছিল, রাজভবনের কনফারেন্স রুমে শ্লীলতাহানির শিকার হয়েছেন তিনি। এমনকী ২৪ এপ্রিলও তাঁর সঙ্গে একই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। পুলিশের এফআইআরে নাম ছিল এস এস রাজপুত, কুসুম ছেত্রী এবং সন্ত লাল নামে রাজভবনের তিন কর্মীর। দু’তিন বার হাজিরা এড়ানোর পর আজ হেয়ার স্ট্রিট থানায় যান তাঁরা।
দেখুন অন্য খবর: