কলকাতা: পুকুরে স্নান করতে নেমে মৃত্যু হল তিন কিশোরের। বৃহস্পতিবার তিলজলার একটি পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল তিন কিশোর। ঘটনাটি ঘটেছে সাবগাছি ফার্স্ট লেন এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ওই এলাকায় স্নান করতে নামে তিন কিশোর। পুকুরঘাটে জামাকাপড় রেখে পুকুরে নামে তারা। কিন্তু বেশ কিছুক্ষণ সময় চলে গিলে তারা ফিরে আসেনি। এরপরই খবর দেওয়া হয় স্থানীয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে এলে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। এরপর পুকুর থেকে উদ্ধার করা হয় ওই তিন কিশোরকে। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃত কিশোরদের নাম মহম্মদ ইমতিয়াজ(১৪), মহম্মদ হায়দার আলি(১৫) এবং মহম্মদ সাহিল(১৬)। এরা প্রত্যেকেই পড়ুয়া। এই ঘটনায় শোকের ছায়া এলাকায়। স্থানীয়দের মতে তিন কিশোরের কেউই সাঁতার জানত না।
আরও পড়ুন: শনিবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, জানাল আলিপুর