Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাCalcutta High Court |  বদল হল কলকাতা হাইকোর্টের রোস্টার 

Calcutta High Court |  বদল হল কলকাতা হাইকোর্টের রোস্টার 

Follow Us :

কলকাতা:  কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বদল হল রোস্টার। কোন বিচারপতি কোন বিষয়ের মামলা শুনবেন তার রোস্টার প্রকাশ হল বৃহস্পতিবার।একই রাখা হল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) এবং বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Raja Sekhar Mantha) বিচার্য বিষয়।                                                                   

প্রাথমিক মামলা শুনবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পুলিশি নিষ্ক্রিয়তার মামলা শুনবেন বিচারপতি রাজাশেখর মান্থা। পঞ্চায়েত বিষয়ক মামলার দায়িত্ব বিচারপতি শম্পা সরকারের। তবে কাজ থেকে গেল তা বিচারপতি অমৃতা সিনহার কাছে চলে যাবে। বিচারপতির সিনহার কাছে পুরসভার মামলাগুলো থাকবে।

আরও পড়ুন: Caucutta High Court | বনসহায়ক নিয়োগ মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ কলকাতা হাইকোর্টের 

আগাম জামিন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ থেকে চলে গেলো বিচারপতি চিত্তরঞ্জন দাসের কাছে।  বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ শুনবে ট্রাইব্যুনাল আপিল। জামিন মামলা রইল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চেই। বিচারপতি বিবেক চৌধুরীর মামলা শুনবেন বিচারপতি জয় সেনগুপ্ত।

RELATED ARTICLES

Most Popular