কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজের (RG Kar Medical College) ট্রেনি ডাক্তার মৃত্যুর ঘটনায় আটক হল একজন। সঞ্জয় রায় নামের এক নিরাপত্তা রক্ষীকে মধ্যরাতে আটক করা হয়েছে। হাসপাতালে তার ঘনঘন যাতায়াত ছিল বলে জানা গিয়েছে। শুক্রবার সকালে আরজি কর মেডিক্যাল কলেজের এমার্জেন্সি বিল্ডিংয়ের চার তলার সেমিনার হল থেকে এক চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল। অভিযোগ ওঠে, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে।
দ্বিতীয় বর্ষের পড়ুয়া চেস্ট মেডিসিন বিভাগের পিজি ওই মহিলা চিকিৎসক হাসপাতালে কর্তব্যরত ছিলেন। তাঁর মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। জানা গিয়েছে, দেহ উদ্ধার হওয়ার সময় তাঁর পোশাক অবিন্যস্ত ছিল, প্রায় অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়েছে। চিকিৎসকরা প্রাথমিকভাবে জানাচ্ছেন, ওই ছাত্রীর দেহে ট্রমা ইনজুরির চিহ্ন পাওয়া গিয়েছে। তার থেকে ধর্ষণের তথ্য জোরালো হচ্ছে। যদিও পুলিশ কোনও চূড়ান্ত মন্তব্য করেনি।
আরও পড়ুন: শ্বাসরোধ করেই খুন, ট্রেনি চিকিৎসকের ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্য
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্নাতকোত্তর স্তরে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেন ওই পড়ুয়া। বৃহস্পতিবারও ডিউটিতে ছিলেন তিনি। হাসপাতাল সূত্রের খবর, টানা ৩৬ ঘণ্টা ডিউটি করেছেন ওই ট্রেনি চিকিৎসক। সঙ্গে ছিলেন আরও দুই জুনিয়র ডাক্তার। তাঁরা রাতে একসঙ্গে খাওয়াদাওয়া করেন। এর পর তরুণী চিকিৎসক পড়াশোনার জন্য সেমিনার হলে চলে যান। তারপর আর কেউ তাঁকে দেখেনি। শুক্রবার সকালে তাঁকে ডাকাডাকির পর সেই সেমিনার হলে তাঁর দেহ দেখতে পান নিরাপত্তা রক্ষী।