Tuesday, July 8, 2025
HomeCurrent NewsAbhishek Banerjee: দিল্লিতে ইডির হাজিরা এড়ালেন অভিষেক

Abhishek Banerjee: দিল্লিতে ইডির হাজিরা এড়ালেন অভিষেক

Follow Us :

কলকাতা: কয়লা-কাণ্ডে হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিল্লিতে ইডির দফতরে হাজিরার নির্দেশ ছিল অভিষেকের। এদিনের পরিবর্তে অন্য দিন সময় চাইলেন অভিষেক। সূত্রের খবর, এদিন ব্যক্তিগত কারণে হাজির থাকতে পারবেন না বলে ইমেল করে ইডিকে জানিয়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এর আগে গত ২১ মার্চ অবশ্য অভিষেক ইডির তলব পেয়ে দিল্লিতে  তাদের সদর দফতরে হাজির হয়েছিলেন। ওইদিন তাঁকে প্রায় নয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। বেরিয়ে এসে তিনি বলেন, ইডি যা যা জানতে চেয়েছিল সব জানিয়েছি। কিছু তথ্য চেয়েছিল, সেগুলি যথাসময়ে জমা দেওয়ার কথা বলেছি। তাঁর অভিযোগ, পাঁচ রাজ্যে বিদানসবা ভোটের ফলাফল প্রকাশের পরই যেভাবে তড়িঘড়ি তাঁকে তলব করা হয়েছে, তার পিছনে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য আছে।

কেন তাঁকে কলকাতায় না ডেকে ইডি বারবার দিল্লিতে তলব করছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। এ ব্যাপারে তিনি সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হন। এই মামলার দ্রুত শুনানি চেয়েছিলেন অভিষেক। কিন্তু শীর্ষ আদালত জানিয়েছে, দ্রুত শুনানি সম্ভব নয়।

আরও পড়ুন: Anubrata Mondal Calcutta HC: হাইকোর্টে রক্ষাকবচ পেলেন না অনুব্রত

২২ মার্চ ইডি দিল্লিতে তলব করেছিল অভিষেকে স্ত্রী রুজিরাকে। কিন্তু ছেলে ছোট বলে দিল্লি যেতে পারবেন না বলে রুজিরা ইডিকে মেল করে জানিয়ে দিয়েছিলেন। অভিষেকও ২১ মার্চ জানান, তাঁর স্ত্রীর পক্ষে ওই দিন হাজিরা দেওয়া সম্ভব নয়। রুজিরাও সুপ্রিম কোর্টে আবেদন করেছেন ইডির দিল্লিতে তলবের বিরুদ্ধে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39