কলকাতা: মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের সমাবেশে দাঁড়িয়ে বিজেপির (BJP) প্রতি হুঙ্কার করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, আমি বিজেপিকে অনুরোধ করব, প্রতি বছর ২৮ অগাস্ট বাংলা বনধ করুন। বনধ কীভাবে প্রতিহত করতে হয় বাংলার মানুষ জানে। অভিষেক এও জানান, বুধবারের এই সমাবেশ আগের সমস্ত রেকর্ড ছাড়িয়ে গিয়েছে।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ধর্ষণ বিরোধী আইনের দাবি তুলে দেশের একাধিক বিজেপি-শাসিত ‘ডাবল ইঞ্জিন’ সরকারকে বিঁধলেন। মণিপুর, উত্তরপ্রদেশে ধর্ষণ, নারী নির্যাতনের উদাহরণ দিয়ে তাঁর প্রশ্ন, এসব রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ কেন দাবি করা হচ্ছে না? শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করা হচ্ছে।
আরও পড়ুন: ভাটপাড়ায় চলল গুলি, লকেট, সজল, শমীকদের তুলল পুলিশ
শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারদের নাম করে তাঁদের উদ্দেশে অভিষেকের দাবি, পারলে যোগী আদিত্যনাথ, বীরেন সিংয়ের পদত্যাগ করুন। ডায়মন্ড হারবারের সাংসদ হুঙ্কার দিয়ে বলেন, “যারা সন্দেশখালি করে, মহিলাদের মান-সম্মান-সম্ভ্রম দু’হাজার টাকার বিনিময়ে দিল্লির বুকে বিক্রি করেছেন, তাঁদের নারী সুরক্ষা নিয়ে কথা বলার অধিকার নেই। যাদের আমলে হাথরস, কাঠুয়া, বদলাপুর, উন্নাও হয়েছে, সেই নারী-বিরোধী বিজেপির কাছে বাংলার মানুষকে রাজনীতি করা শিখতে হবে না।”
অভিষেকের আরও প্রশ্ন, যদি রাতারাতি নোটবন্দির ঘোষণা হতে পারে, তাহলে ধর্ষণ বিরোধী আইন আনতে অসুবিধা কোথায়।
দেখুন খবর: