কলকাতা: ১ ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরোলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্তে বৃহস্পতিবার তাঁকে হাজিরা দিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা ইডি (ED)। সেইমতো এদিন তিনি সকাল ১১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সের (CGO Complex) ইডির দফতরে এসে পৌঁছন তিনি। প্রায় ১ ঘণ্টা পর তিনি ইডি দফতর থেকে বের হন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, কিছু নথি চেয়ে পাঠিয়েছিল। আমাকে সশরীরের আসতে বলেছিল তাই এসেছি। সাড়ে ছ’হাজার পাতার নথি দিয়েছি। সেগুলি দেখে ফের যেদিন ডাকবে সেদিন আসব। তদন্তে সহযোগিতা করেছি।
আরও পড়ুন: সেনা ও পুলিশের যৌথ অভিযানে সোপিয়ানে নিহত হিজবুল কমান্ডার
নিয়োগ দুর্নীতি কাণ্ডে বৃহস্পতিবার সকালে তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। সেইমতো এদিন সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের উদ্দেশে রওনা দেন তিনি। এই নিয়ে গত ৬ মাসে ৬ বার অভিষেককে তলব করেছে ইডি।
এর আগে কয়লাকাণ্ড ও পরে নিয়োগ দুর্নীতিতে তলব করা হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূলের বক্তব্য, ইচ্ছা করেই বারবার অভিষেককে হেনস্তা করা হচ্ছে। এই বছরে ২০ মে থেকে নভেম্বর মাস পর্যন্ত মোট ৬ বার ইডি ও সিবিাই তলব করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ৯ অক্টোবর ইডির তলবে হাজিরা দেননি তিনি। ইডির নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তিনি।
দেখুন আরও অন্য়ান্য খবর: