কলকাতা: ইডির (ED) ডাকে সাড়া দিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাবা অমিত বন্দ্যোপাধ্যায় (Amit Banerjee)। লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার ডিরেক্টর হিসেবে অমিতকে শনিবার তলব করেছিল ইডি। কিন্তু তিনি হাজিরা দেননি। তবে আইনজীবীর মাধ্যমে অমিত ১২০০ পাতার নথি পাঠিয়েছেন ইডির দফতরে। কেন্দ্রীয় সংস্থাকে চিঠি দিয়ে জানানো হয়েছে, বিশেষ কারণে তিনি এদিন হাজিরা (Attendance) দিতে পারেননি।
শুক্রবার অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ও হাজিরা দেননি ইডির দফতরে। তিনিও এক হাজার পাতার নথি পাঠিয়েছেন আইনজীবীর মাধ্যমে। তাঁর আইনজীবী সঞ্জয় বসু জানান, লতা খুব অসুস্থ। তাই তিনি হাজিরা দিতে পারেননি। তিনিও অভিষেকের ওই সংস্থার অন্যতম ডিরেক্টর।
আরও পড়ুন: সুকান্তকে ফোনের পরামর্শ অভিষেকের
প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তেই সামনে আসে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার যোগাযোগের কথা। সংস্থার প্রাক্তন সিওও সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে নিয়োগ দুর্নীতিতে ইডি গ্রেফতার করেছে আগেই। গ্রেফতারির আগে তিনি সাংবাদিকদের বলেছিলেন, আমার সাহেব অভিষেককে কেউ ছুঁতে পারবে না।
কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ইডির কাছে জানতে চেয়েছিলেন, অভিষেকের সংস্থার অন্য ডিরেক্টরদের কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি। সেই প্রশ্নের কোনও জবাব দিতে পারেননি ইডির আইনজীবীরা। ওই সংস্থার সমস্ত ডিরেক্টর, সদস্য, সিইওর সম্পত্তির খতিয়ান চেয়েছিল আদালত ইডির কাছে। কিন্তু ইডির দায়সারা রিপোর্টে সন্তুষ্ট হতে পারেনি আদালত। বিচারপতি ১০ অক্টোবরের মধ্যে বিস্তারিত রিপোর্ট দিতে নির্দেশ দেন।
আইনজীবী মহলের মতে, আদালতের গুঁতো খেয়েই ইডি অভিষেকের বাবা-মাকে তলব করতে বাধ্য হয়েছে। এর আগে কখনও তাঁদের তলব করা হয়নি। এই প্রথম অমিত-লতাকে তলব করে ইডি। কিন্তু প্রথম তলবেই তাঁরা হাজিরা এড়িয়েছেন।
আরও খবর দেখুন