কলকাতা: দুর্ঘটনার কবলে শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির ধাক্কায় পিছন দিকের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর। বেশ কয়েকজন যাত্রীর জখম হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সোমবার নিউ জলপাাইগুড়ি ছাড়ার পর রাঙাপানি স্টেশনের কাছে এই দুর্ঘটনা হয়েছে বলে জানা যাচ্ছে। দুমড়ে মুচড়ে গিয়েছে কাঞ্চজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। একটি কামরার উপরে উঠে গিয়েছে আরও একটি কামরা। আতঙ্কে হুড়মুড়িয়ে ট্রেন থেকে নেমে পড়েন বহু যাত্রী। এই ঘটনার জেরে আপাতত ওই লাইনে সম্পূর্ণ বন্ধ ট্রেন চলাচল।
ইতিমধ্যে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, দার্জিলিংয়েরর ফাঁসিদেওয়া এলাকায় একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার কথা জেনে হতবাক। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একটি মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে চিকিৎসা সহায়তার জন্য ডিএম, এসপি, চিকিৎসক, অ্যাম্বুলেন্স এবং বিপর্যয় দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। তবে প্রশ্ন উঠছে, সিগন্।াল বিভ্রাটের কারণে কি এই পরিণতি? নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে। উদ্ধারকাজ এখনও চলছে। বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
Shocked to learn, just now, about a tragic train accident, in Phansidewa area of Darjeeling district. While details are awaited, Kanchenjunga Express has reportedly been hit by a goods train. DM, SP, doctors, ambulances and disaster teams have been rushed to the site for rescue,…
— Mamata Banerjee (@MamataOfficial) June 17, 2024
এই ঘটনায় দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, উত্তর-পূর্ব রিজিয়নে রেল দুর্ঘটনা দুর্ভাগ্যজনক। ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। রেল, এনডিআরএফ এবং এসডিআরএফের সমন্বয়ে উদ্ধারকাজ করা হচ্ছে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
Unfortunate accident in NFR zone. Rescue operations going on at war footing. Railways, NDRF and SDRF are working in close coordination. Injured are being shifted to the hospital. Senior officials have reached site.
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) June 17, 2024