কলকাতা: এবার রাজ্য সরকারের বিশেষ পুরস্কার ফেরালেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তাঁর এই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সম্মান জানিয়েছেন তাঁর সাহস, তাঁর প্রতিবাদকে। মঙ্গলবার বাংলা বিনোদন দুনিয়ায় অসামান্য অবদানের জন্য রাজ্য সরকারের দেওয়া বিশেষ পুরস্কার ফিরিয়ে দেন সুদীপ্তা। সেই খবর প্রথম স্বস্তিকা এ বিষয় বলেন, সকলে জানেন, কাউকে তোষামোদ করে নয়, নিজের যোগ্যতায় এই সম্মান পেয়েছিলাম। আজ সেই পুরস্কার ফিরিয়ে দেওয়ার ইমেল লিখতে কতটা কষ্ট হয়েছে, শুধু আমিই জানি। অভিনেতাদের পাওয়া পুরস্কার-সম্মান নিয়ে ব্যঙ্গ করার সাহস কাঞ্চনের হয় কী করে?
রবিবার এক ধর্নামঞ্চে সরকারি জুনিয়র চিকিৎসকদের বেতন-বোনাস নিয়ে কটাক্ষের পাশাপাশি উত্তরপাড়ার বিধায়ক-অভিনেতা ব্যঙ্গ করেন অভিনেতাদেরও। তাঁর তোপ, সরকারি পুরস্কারে সম্মানিত হয়েও তাঁরা সরকারের বিরুদ্ধে অনায়াসে পথে নামছেন। সোমবার তাই নিয়ে দিনভর বিতর্ক তৈরি হয়। পরে রাতে ভিডিওবার্তায় তিনি ক্ষমাও চান প্রকাশ্যে। কিন্তু বরফ যে গলেনি, তার প্রমাণ এদিন সকাল থেকে একে একে সম্মান-পুরস্কার ফেরাতে থাকেন শিল্পীরা। তালিকায় নাট্যকার চন্দন সেন, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী সঞ্জিতা। এ দিন বিকেলে তালিকায় যোগ হয় সুদীপ্তার নাম।
আরও পড়ুন: পুলিশ কমিশনারের কথায় সন্তুষ্ট নন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা
দেখুন আরও অন্যান্য খবর: