কলকাতা: পুলিশের তৈরি এসআইটি বা সিটের উপর আস্থা নেই আরজি করের আন্দোলনকারী চিকিৎসকদের। এ বিষয় চিকিৎসক অনিকেত মাহাতো জানান, গত ৯ অগাস্টের ঘটনায় একজন নয় আরও বেশ কয়েকজন জড়িত থাকতে পারে। যখন সিবিআই তদন্ত করছে, করুক। আরও দোষীদের খুঁজে বার করুক। এসআইটি তদন্তে তাদের কোনও আস্থা নেই। তাঁর আশঙ্কা, সিট তদন্ত করলে সিবিআই তদন্ত প্রভাবিত হতে পারে।
গত ১৪ আগস্ট রাতে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জরুরি বিভাগে হামলা চালায় দুষ্কৃতীরা। হামলার জেরে ভেঙে তছনছ হয়ে যায় হাসপাতাল। জখম হন আন্দোলনরত চিকিৎসক ও পুলিশকর্মীরা। এবার এই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (SIT) তৈরি করল কলকাতা পুলিশ। লালবাজারের গুন্ডাদমন শাখার নেতৃত্বে ১৫ সদস্যের টিম তৈরি হয়েছে বলে খবর। জরুরি বিভাগ, ওষুধের স্টোররুম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নষ্ট হয়েছে কয়েক লাখ টাকার জীবনদায়ী ওষুধও। যা নিয়ে কড়া সমালোচনার মুখে পড়ে হয়েছে পুলিশকে। পুলিশের বিরুদ্ধে ওঠা ‘ব্যর্থতা’র অভিযোগে কার্যত দায় স্বীকার করে নেন সিপি বিনীত গোয়েল। তিনি বলেন, আরজি করের সামনে আন্দোলন যে আচমকা হিংসাত্মক হয়ে উঠবে, ভাবতে পারিনি। আমাদের ভাবনায় ভুল ছিল। আমাদের ব্যর্থতা বলতে পারেন।
আরও পড়ুন: আরজি করে ভাঙচুরের ঘটনায় সিট গঠন কলকাতা পুলিশ
হামলার ঘটনার দ্রুত কিনারা করতে ১৫ সদস্যের সিট গঠন করল লালবাজারের (Lalbazar) গুন্ডাদমন শাখা। এই ঘটনায় ইতিমধ্যেই ৩৭ জনের কাছাকাছি গ্রেফতার হয়েছে।আপাতত সবদিক খতিয়ে দেখবেন সিটের সদস্যরা। এরাই দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করবেন।
দেখুন আরও অন্যান্য খবর: