নদিয়া: স্কুলের হস্টেলে সপ্তম শ্রেণির ছাত্রকে যৌন নিগ্রহের অভিযোগ। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নিগৃহীত ওই ছাত্র। সপ্তম শ্রেণির এক ছাত্রকে স্কুলের হস্টেলে যৌন নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে নাকাশিপাড়ার মুড়াগাছা হাইস্কুলে।
জানা গিয়েছে, কালীগঞ্জ থানার বড় চাঁদঘরের বাসিন্দা ওই ছাত্র মুড়াগাছা হাইস্কুলে সপ্তম শ্রেণিতে পাঠরত ছিল। স্কুলের হস্টেলে থেকেই পড়াশোনা করত সে। অভিযোগ, অন্যান্য পড়ুয়ারা তাকে তিন মাস ধরে র্যাগিংয়ের পাশাপাশি যৌন-নিগ্রহ করত। এমনকি এ বিষয়ে কারও কাছে মুখ খুললে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এর ফলে তিন দিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্র। এরপরই পরিবারের লোকজন বিষয়টি জানতে পারেন। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে কলকাতার এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ওই ছাত্রের অবস্থা আশঙ্কাজনক। তবে এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের তরফে কিছু জানা যায়নি।
আরও পড়ুন: