কলকাতা : ৯ আগস্ট আরজি করে (R.G. KAR Medical College and Hospital) ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। রাতের অন্ধকারে ট্রেনি চিকিৎসককে ওঠে ধর্ষণ করে খুনের অভিযোগ। আর তারপর থেকেই উত্তাল গোটা দেশ।কর্মবিরতি তুলে নিলেও এখনও আন্দোলন মুখর জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors’) একাংশ। জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors’) আন্দোলনকে সমর্থন করে তারকা থেকে শুরু করে বিভিন্ন মহলের মানুষ এমনকি জনসাধারণও। তবে আরজি কর কাণ্ড নিয়ে একবারও মুখ খুলতে দেখা যায়নি টলি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে (Anirban Bhattacharya)। বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে সরব হতে দেখা যায় অনির্বাণকে (Anirban Bhattacharya)। কিন্তু যেই কাণ্ডে উত্তাল হয়েছে গোটা তিলোত্তমা, সেই কাণ্ড নিয়ে একবারও মুখ খুলতে দেখা যায়নি অনির্বাণ ভট্টাচার্যকে। তবে অবশেষে নীরবতা ভাঙলেন অনির্বাণ (Anirban Bhattacharya)।
আরও পড়ুন : স্বাস্থ্যসাথী পোর্টাল থেকে ৫০০র বেশি RMO-কে নিষ্ক্রিয় করল স্বাস্থ্য দফতর
এক সংবাদমাধ্যমকে জানালেন আরজি কর (R.G. KAR) কাণ্ড নিয়ে তাঁর মতামত।তিনি স্পষ্টত জানান, জীবনে স্থিতিশীলতা আনতে চান তিনি। যেই কাজটা করবেন সেটাই মন দিয়ে করবেন বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘আমি যদি রাজনীতি করি তাহলে আমি রাজনীতিই করব। আমি যদি সিদ্ধান্ত নিই যে আমি সিনেমা-সিরিজ করব আমি সেটাই করব, অন্য কিছুতে আমি মাথা ঘামাবোনা, তা যতই উদ্ভট লাগুক’।
পাশাপাশি তিনি বলেন, ‘অবশ্যই আরজি করের ঘটনা অত্যন্ত সিরিয়াস বিষয়। দ্রুত ন্যায়বিচার পাক নির্যাতিতা । কিন্তু আমার কাজও আমার কাছে সেরিয়াস। তাই, দুয়ের তুলনা কখনই করবেন না। কাজ নিয়ে কথা বলতে গিয়ে ‘ফাউ ফুচকার মতো’ আন্দোলন নিয়ে কথা বলবেন না, আবার আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে ‘ফাউ ফুচকার মতো’ ওয়েব সিরিজ কবে আসছে তা জানাবেন না।‘
অন্য খবর দেখুন