কলকাতা: গিয়েছিলেন আরজি কর মেডিক্যাল কলেজের (RG Kar Medical College) আন্দোলনের পাশে দাঁড়াতে। হাসপাতালে ঢোকার মুখেই ‘চটিচাটা বুদ্ধিজীবী’ বিদ্রুপ শুনতে হল অপর্ণা সেনকে (Aparna Sen)। অভিনেত্রী-পরিচালকের বিরুদ্ধে বিক্ষোভকারীরা জানিয়েছেন, তাঁরা সিপিএম (CPM) কর্মী। তবে এই বিদ্রুপে বিচলিত হননি অপর্ণা, তিনি বিনা বাক্যবয়ে হাসপাতালের ভিতর ঢুকে যান।
আরজি করে আন্দোলনকারীদের প্রতি অপর্ণার বার্তা, ‘‘তোমাদের কণ্ঠস্বরের সঙ্গে আমার কণ্ঠ মেলাতে এলাম। তোমাদের দাবির সঙ্গে আমি সম্পূর্ণ একমত।’’ এরপর তিনি বলেন, ‘‘অপরাধীদের কঠোর, কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। পুলিশের জবাবদিহি করার প্রয়োজন আছে। কেন প্রথমে আত্মহত্যা বলা হল? কার নির্দেশে? পুলিশ কেন তক্ষুনি ময়নাতদন্তের জন্য ব্যস্ত হয়ে উঠল? যে হাসপাতালে এমন ঘটনা ঘটেছে, সেখানেই কেন ময়নাতদন্ত করা হয়েছে? এই সব প্রশ্নের জবাব চাই। আমাদের দাবি, পুলিশের ভূমিকা নিয়েও তদন্ত হোক।’’
আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশ, এবার সন্দীপের ছুটি কত দিনের
মঙ্গলবার বিকালে শ্যামবাজার মোড় থেকে আরজি কর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিলেন বিদ্বজ্জনেদের একাংশ। তবে শারীরিক অসুস্থতার কারণে সেই মিছিলে হাঁটেননি অপর্ণা। তিনি সোজা আরজি করে হাজির হন। হাসপাতালের প্রবেশদ্বারে পৌঁছনো মাত্রই অভিনেত্রীকে দেখে হইচই শুরু করেন বিক্ষোভকারীরা। তাঁকে লক্ষ্য করে ‘চটিচাটা বুদ্ধিজীবীরা দূর হটো’ স্লোগান দেওয়া শুরু হয়। বিক্ষোভকারীদের নানাবিধ প্রশ্ন রয়েছে, অপর্ণা প্রথমেই কেন মুখ খোলেননি, কেন দেরি করে এসেছেন, কেন তিনি সব বিষয়ে প্রতিবাদ করেন না, আজ কেন এসেছেন ইত্যাদি।
দেখুন অন্য খবর: