কলকাতা: রেশন দুর্নীতি কাণ্ডে জামিন পেলেন বাকিবুর রহমান, শঙ্কর আঢ্য ও বিশ্বজিৎ দাস। মঙ্গলবার তাঁদের জামিন মঞ্জুর করেন নগর দায়রা আদালতের সিবিআই স্পেশাল কোর্টের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়। জামিনের কারণ হিসেবে আদালতের যুক্তি, সুপ্রিম কোর্ট অরবিন্দ কেজরিওয়াল ও মনিশ সিসোদিয়া মামলার রায়ে উল্লেখ করেছে, অভিযুক্তকে বিচারপ্রক্রিয়া শুরুর নামে দীর্ঘদিন আটকে রাখা যায় না। হয় তাঁকে হেফাজতে রেখে কাস্টোড্রিয়াল ট্রায়াল শুরু করুক না হলে জামিন।
এ ক্ষেত্রে প্রায় ১১ মাস জেলে আছে বাকিবুর সহ অন্যান্য দুই অভিযুক্ত। বিচার প্রক্রিয়া কবে শুরু করতে পারবে সে বিষয়ে ইডি নির্দিষ্ট কোনও সময়সীমা দিতে পারছে না। তাই আদালত তাঁদের জামিন মঞ্জুর করল। যেহেতু এই মুহূর্তে এই তিনজনের বিরুদ্ধে ইডি এবং সিবিআইয়ের আর কোনও মামলা নেই, তাই তাঁরা আপাতত জেল থেকে মুক্তি পাচ্ছে।
দেখুন আরও অন্যান্য খবর: