কলকাতা: আরজি কর কাণ্ডের জেরে প্রতিবাদ চলছে রাজ্যজুড়ে। নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে উঠেছে প্রশ্ন। এমনকী স্বয়ং রাষ্ট্রপতি এ নিয়ে মুখ খুলেছেন। তাতেও কোনও লাভ হচ্ছে না। সমাজ যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে যাচ্ছে। এবার কলকাতার ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের প্রতি কুরুচিকর মন্তব্য চোখে পড়ল ইউটিউবে।
এক শ্রেণির ‘মানুষ’ এখনও সমাজকে কলূষিত করে চলেছে। ইউটিউবের একটি ভিডিওয় তিনজন অজ্ঞাতপরিচয় ইউটিউব ব্যবহারকারী ডিসি সেন্ট্রালকে নিয়ে অত্যন্ত নিম্নমানের কমেন্ট করেছে। সেই সঙ্গে আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিচয় উন্মুক্ত করেছে। এই ঘটনায় মামলা রুজু করা হয়েছে হেয়ার স্ট্রিট থানায়।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে চাদর রহস্যে মুখ খুলল কলকাতা পুলিশ
যতদিন এ ধরনের নারীদের প্রতি বিদ্বেষ, যৌন হেনস্থামূলক চিন্তাধারা থাকবে, ততদিন ধর্ষণের মতো পাপ ঘটতে থাকবে। রাজ্য এবং দেশজুড়ে মানুষ যখন আরজি করের ভয়াবহ অপরাধের ঘটনার প্রতিবাদ করে চলেছে, তার মধ্যেই চলছে এমন কুরুচিকর মন্তব্য। নিম্নরুচি, ধর্ষকাম মানসিকতার এই বীজ সমূলে উৎপাটন না করলে নিস্তার নেই।
দেখুন অন্য খবর: